New travel destination: ভ্রমণের নতুন ঠিকানা, বিচ রিসর্টে সাজছে কিমের দেশ

এয়ানসান-কালমা উপকূলীয় পর্যটক অঞ্চলের নির্মাণের কাজ শুরু করেছে। স্পেনের বেনিডর্মের মতো একটি পর্যটন গন্তব্য তৈরির পরিকল্পনা রয়েছে সমুদ্র সৈতকে।

 

বেড়ানোর জন্য একটি নতুন ঠিকানা তৈরি হচ্ছে। বলা যেতে পারে ভ্রমণ প্রেমীদের জন্য একটি সুখবর অপেক্ষা করছে। আরও খুলে বললে বলা ভাল - বিদেশ ভ্রমণে যারা ইচ্ছুক তাদের জন্য অপেক্ষা করে রয়েছে সুখবর। উত্তর কোরিয়া- কিম জং উনের দেশ পর্যটকদের আকর্ষণের জন্য একগুচ্ছ প্রকল্প নিয়ে আসছে। যারমধ্যে রয়েছে বিচ-রিসর্ট, বহুতল হোটেল-সহ একাধিক কাণ্ডকারখানা তৈরি হচ্ছে সেই দেশে। এতদিন ধরেই উত্তর কোরিয়া বিশ্বের অধিকাংশ দেশের মানুষের জন্য দরজা বন্ধ করে রেখেছিল। এবার সেই বন্ধ দরজাই খুলে দিচ্ছের দেশের স্বৈরাচারী শাসক কিম জং উন।

ব্রিটেনের সংবাদপত্র মেট্রোর প্রতিবেদন অনুসারে এয়ানসান-কালমা উপকূলীয় পর্যটক অঞ্চলের নির্মাণের কাজ শুরু করেছে। স্পেনের বেনিডর্মের মতো একটি পর্যটন গন্তব্য তৈরির পরিকল্পনা রয়েছে সমুদ্র সৈতকে। তৈরি হচ্ছে আকাশচুম্বী বহুতল ও হোটেল তৈরি হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে ওয়ানসান-কালমা উপকূলীয় পর্যচন অঞ্চলটিকে মূলত সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে উত্তর কোরিয়ার।

Latest Videos

ব্রিটিশ প্রতিবেদনে বলা হয়েছে ২০১৮ সালে প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০১৯ সালে কোভিড -১৯এর কারণেই বিলম্বিত হয়েছে নির্মাণ কাজ।

উত্তর কোরিয়ার সংবাদপত্র ডেইলি নর্থ কোরিয়া বলেছে, এই বছরের শুরুর দিকে নির্মাণস্থলটিতে দেশের গৃহহীন মানুষের বাস ছিল। সেখানে প্রচুর বর্জ্য ফেলা হত। কিন্তু সম্প্রতি এলাকাটি পরিচ্ছন্ন করা হয়েছে। এই এলাকায় ২০২৫ সালের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছে উত্তর কোরিয়া প্রশাসন। সেই বছরই পর্যটকদের জন্য দর্শনীয় স্থানগুলি খুলে দেওয়া হবে বলেও জানিয়েছে কিম প্রশাসন। উত্তর কোরিয়া প্রশাসন দাবি করছে, এই পর্যটন স্থানগুলি তাদেরই আকর্ষণ করবে যারা ইউরোপ ভ্রমণে বেশি স্বাচ্ছন্দ্য।

উত্তর কোরিয়ায় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল। এতদিন পর্যন্ত এই দেশ বিদেশী পর্যটকদের বেড়ানোর কোনও অনুমতি দিত না। মার্কিন নাগরিকদের দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ায় ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হয়েছে কারণ এটি "মার্কিন নাগরিকদের গ্রেপ্তার এবং দীর্ঘমেয়াদী আটকে রাখার ক্রমাগত গুরুতর ঝুঁকি"। তেমনই দাবি করা রয়েছে মার্কিন বিদেশ দফতরের ওয়েবসাইটে। ব্রিটেন-সহ একাধিক দেশেও এজাতীয় সতর্কতা অবলম্বন করে। ব্রিটেনের বিদেশ দফতরের ওয়েব সাইটেই সতর্ক করে পর্যটকদের বলেছে, কোভিড-১৯ সীমান্ত বিধিনিষেধ বহাল থাকা অবস্থায় উত্তর কোরিয়ায় প্রবেশের অনুমতি নেই৷ উত্তর কোরিয়ার সরকার উত্তর কোরিয়ায় প্রবেশ এবং বাইরের সমস্ত যাত্রী রুট সাময়িকভাবে স্থগিত করে চলেছে৷ এই নিষেধাজ্ঞার কারণে পিয়ংইয়ং-এ ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ রয়েছে।

Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury