সরস্বতী পুজোর ফর্দ থেকে শুরু করে অঞ্জলী ও পুষ্পাঞ্জলী মন্ত্র, সঙ্গে থাকুন ভার্চুয়াল পুজোতেও

পাঁচ বছর বয়সী শিশুর বিদ্যারম্ভ সংস্কারের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। এই বছর বসন্ত পঞ্চমী ২০২৩ সালের ২৬ জানুয়ারি। আসুন জেনে নিই বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর গুরুত্ব ও পদ্ধতি।

 

বসন্ত পঞ্চমী উত্সবটি বিদ্যা, জ্ঞান, সঙ্গীত এবং শিল্পের দেবী সরস্বতীকে উত্সর্গ করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে মা সরস্বতীর আরাধনা করে এবং এই ক্ষেত্রগুলিতে অধ্যয়ন শুরু করলে, দেবী সরস্বতীর আশীর্বাদ বর্ষিত হয় এবং সেই শিক্ষার্থী প্রচুর সাফল্য অর্জন করেন। সরস্বতী দেবীর আরাধণার মাধ্যমে শিশুদের মধ্যে শিক্ষা ও জ্ঞানের প্রতি কৌতূহল জাগ্রত হয়। এটি দিয়ে শিশুকে দিয়ে মা সরস্বতী, কলম ও বিদ্যা পূজা করানো হয়।

বসন্ত পঞ্চমীতে শিশুদের বিদ্যার দেবীর পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এতে শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় এবং সে শিক্ষাক্ষেত্রে উন্নতি করে। বিদ্যার সূচণা করা হয় যখন ছেলে বা মেয়ে শিক্ষার যোগ্য হয়। পাঁচ বছর বয়সী শিশুর বিদ্যারম্ভ সংস্কারের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। এই বছর বসন্ত পঞ্চমী ২০২৩ সালের ২৬ জানুয়ারি। আসুন জেনে নিই বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর গুরুত্ব ও পদ্ধতি।

Latest Videos


সরস্বতী পূজার ফর্দ-

হরিতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব ১, ঘট ১, দর্পণ ১, তীরকাঠি ৪, ঘটাচ্ছাদন গামছা ১, সশীষ ডাব ১, একসরা আতপ চাল, পুষ্পাদি, সিঁদুর, আসনাঙ্গুরীয়ক মধুপর্কের বাটী , নৈবেদ্য, কুচা নৈবেদ্য, সরস্বতীর শাটী চন্দ্রমালা বিল্বপত্রমাল্য থালা, ঘটি, শঙ্খ, লৌহ, নথ, আমের মুকুল, যবের শীষ, কুল, আবির, অভ্র, মস্যাধার(দোয়াত) ও লেখনী, ভোগের দ্রব্যাদি, গব্যঘৃত পান,কর্পূর, গুরুত্বপূর্ণ পলাশ ফুল,

ধ্যান – কূর্মমুদ্রায় হাতে ফুল নিয়ে হৃদয়ে জ্যোতির্ময় মূর্তি ভাবনাপূর্বক ধ্যান করবে-

ওঁ তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ

কুচভর-নমিতাঙ্গী সন্নিষন্না সিতাব্জে।

নিজ-করকমলোদ্যল্লেখনীপুস্তকশ্রীঃ

সকলবিভবসিদ্ধ্যৈ পাতু বাগদেবতা নম:।।

সরস্বতী গায়ত্রী-(ওঁ বাগ্দেব্যৈ বিদ্মহে কামরাজায় ধীমহি তন্নো দেবি প্রচোদয়াৎ ওঁ’)

পুষ্পাঞ্জলী মন্ত্র (৩ বার পাঠসহ)

ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।

বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

আরও পড়ুন- বসন্ত পঞ্চমীতে এই ৬টি জিনিস কিনে আনুন, জীবনে মা সরস্বতীর আশীর্বাদের অভাব হবে না

আরও পড়ুন-  বসন্ত পঞ্চমী তিথিতে ৪ বিশেষ শুভ যোগে মা সরস্বতীর পুজো করুন, মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে


সরস্বতী প্রণাম মন্ত্র-

নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।

বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।

এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
 

পুজার শুভ মুহূর্ত- বৃহস্পতি বার, ২৬ জানুয়ারি শুভ মুহূর্ত সকাল ৬ টা ২৮ মিনিট থেকে ১১ টা ৪৮ মিনিট অবধি।

ভার্চুয়াল পুজোর লিঙ্ক সময় মতো দেওয়া হবে

 

Share this article
click me!

Latest Videos

নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার