একদিকে যেখানে মায়ের ঘোটকে আগমণ শুভ চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে, অন্যদিকে এবার দেবীপক্ষতে ঘটতে চলেছে ৩টি বিরল কাকতালীয় ঘটনা। তাহলে আসুন জেনে নেওয়া যাক কেন এই যোগগুলো সম্বন্ধে।
দুর্গার আগমনের আর মাত্র কয়েক দিন বাকি। এরপর চারিদিকে ঢাকের ধ্বনি যেন কানে বাজছে। দেবীপক্ষের পুরো নয় দিন আচার-অনুষ্ঠানের সঙ্গে দেবী দুর্গার আরাধনা করলে ভক্তদের প্রতিটি অপূর্ণ ইচ্ছা পূরণ হয়। দেবী দুর্গা-র আরাধনা করতে বিভিন্ন জায়গায় বারোয়ারি বা বনেদী পুজো হয়ে থাকে। অনেক জায়গায়, দেবী মায়ের বিশাল প্যান্ডেল ও আলোতে সজ্জিত করা হয়, যেখানে দুর্গার মূর্তি স্থাপন করা হয়।
জ্যোতিষীদের মতে, এবারের দেবীপক্ষ খুবই বিশেষ। একদিকে যেখানে মায়ের ঘোটকে আগমণ শুভ চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে, অন্যদিকে এবার দেবীপক্ষতে ঘটতে চলেছে ৩টি বিরল কাকতালীয় ঘটনা। তাহলে আসুন জেনে নেওয়া যাক কেন এই যোগগুলো সম্বন্ধে।
দেবীপক্ষ কবে থেকে শুরু হচ্ছে?
রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ থেকে দেবীপক্ষ উত্সব শুরু হতে চলেছে। প্রথম দিন ঘট স্থাপনের পাশাপাশি দেবীর পূজা হবে। এই বছর দেবীপক্ষ চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। ২৪ অক্টোবর দশমী পালন করা হবে। দেবীপক্ষের সময় ঘটস্থাপনের বিশেষ তাৎপর্য রয়েছে। দেবীপক্ষের সময় অষ্টমীর দিনেও কুমারী পুজোর আয়োজন করা হয়। কথিত আছে, এই দিন এই পুজোর ফলে উমা সকলের মনে ইচ্ছে পূরণ করে।
দেবীপক্ষতে ৩টি শুভ যোগ গঠিত হচ্ছে
এই বছর দেবীপক্ষ শুরু হবে শশা রাজযোগ, ভাদ্র রাজযোগ এবং বুধাদিত্য যোগ দিয়ে। বলা হচ্ছে ৩০ বছর পর এই তিনটি যোগের সংমিশ্রণ ঘটছে। এই যোগে দুর্গার আরাধনা করলে মানুষ ধন, যশ, সুখ, সমৃদ্ধি ও উন্নতি লাভ করে।
দেবীপক্ষের প্রথম দিনে করুন এই প্রতিকারগুলি
দেবীপক্ষের আগে বাড়িতে ঘট প্রতিষ্ঠা করুন
এর সামনে অনন্ত শিখা জ্বালান
দেবীপক্ষতে মায়ের ব্রত পালন করুন
দুর্গার যথাযথ পূজা ও আরতি করুন
পুজোর স্থানে নৈবেদ্য দিন ও প্রদীপ দিয়ে আরতি করুন জগতের মঙ্গল কামনা করুন।