
আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2024)। উৎসবের আনন্দের মাঝে তাই তারা কোনও বিতর্ক চাইছেন না। তাই সামাজিক বার্তা দেওয়ার একটি প্রয়াস থাকলেও, বিতর্কের মুখে পড়তেই সিদ্ধান্ত বদলে ফেললেন বেলেঘাটার পুজো উদ্যোক্তারা।
তাদের মণ্ডপসজ্জা থেকে বাদ পড়ল প্রতীকী শিরদাঁড়া। আরজি কর কাণ্ডের আবহে এই শিরদাঁড়া নিয়ে এহেন টানাপোড়েন স্বভাবতই জল্পনা বাড়িয়ে দিয়েছে অনেকটাই। তবে উদ্যোক্তারা বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ।
তাদের তরফে বলা হচ্ছে, এর সঙ্গে আরজি করের কোনও সম্পর্কই নেই। এই থিম তাদের বহু আগে থেকেই ভাবা ছিল। সেইমতো কাজও এগিয়েছে। শুধু মণ্ডপসজ্জায় সামান্য বদল আনা হচ্ছে এবার।
বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কলের পুজো এবার ৫১ তম বর্ষে পা দিতে চলেছে। আর এই বছর তাদের থিম ‘বাবা’। সেই থিমকে কেন্দ্র করেই তাদের পুজোর ভাবনা। এই নিয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, বাবা পরিবারের কর্তা তথা পরিবারের মেরুদণ্ডসম।
তাঁকেই এবারের পুজো উৎসর্গ করা হচ্ছে। উদ্যোক্তাদের আরও বক্তব্য, বাবারা বরাবর থেকে যান অন্তরালেই। এবার তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। বিডন স্ট্রিটের কাছে একটি কর্মশালায় বিশাল শিরদাঁড়া তৈরি হয়েছে। মণ্ডপের সামনে তা প্রদর্শনের কথা ছিল।
প্রায় ১৫ ফুটের সেই সাদা রঙের প্রতীকী শিরদাঁড়াটি মণ্ডপের সামনে রাখা ছিল। কিন্তু বিতর্কের আঁচ এড়াতে ওই প্রতীকী শিরদাঁড়া সরিয়েই দেওয়া হল মণ্ডপ থেকে। পুজো কমিটির উদ্যোক্তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাদের কাছে পুজো আসলে উৎসব। তাই তারা সেই উৎসব নিয়ে মেতে আছেন। অন্য কিছু নিয়ে ভাবতে নারাজ কর্তারা।
তাই পুজো প্যান্ডেল থেকে সরিয়ে দেওয়া হল সেই বিতর্কিত শিরদাঁড়া।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।