এক বছরে তিন বার দুর্গাপুজো? এই প্রথম এমন অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে চলতি বছরে! জেনে নিন

বাঙালির প্রাণের দুর্গাপুজো। প্রতি বছরই বিজয়া দশমীতে মনে হয় যদি আরও কয়েকটা দিন হাতে পাওয়া যেত। এই বছর কিন্তু সেই আশা আমাদের পূর্ণ হতে চলেছে। জানিয়ে রাখি এই বছর তিনবার দুর্গাপুজো দেখার সুযোগ মিলবে!

Parna Sengupta | Published : Apr 19, 2024 11:37 AM IST
16

জ্বালাপোড়া তীব্র গরমের মধ্যেই বাঙালি স্বাগত জানিয়েছে নতুন বছর ১৪৩১কে। শুরু হয়ে গেছে নতুন বঙ্গাব্দ। তবে নতুন বছর শুরু হতেই আমরা শুরু করে দিয়েছি আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন।

26

এমনিতে বাংলায় সাধারণত বছরে দুবার দুর্গাপুজো হয়ে থাকে। একটি শরৎকালে শারদীয়া দুর্গাপুজো, অন্যটি বসন্তকালে বাসন্তী পুজো।

36

কথিত রয়েছে শ্রীরাম চন্দ্র শরৎকালে শারদীয়া দুর্গাপুজোর প্রচলন করেন। তবে শাস্ত্রজ্ঞরা বসন্তকালে হওয়া বাসন্তী পুজোকেই প্রধান দুর্গাপুজো হিসেবে ধরে থাকেন। পঞ্জিকা মতে ১৪৩১ বঙ্গাব্দে সেই দুর্গাপুজো পড়েছে ৩ বার। অবাক হচ্ছেন তো ! জেনে নিন গোটা বিষয়।

46

এই বছর বাসন্তী পুজোর তিথি দুবার পড়েছে। বাসন্তী পুজো শুরু হয় পয়লা বৈশাখ থেকে। ১৪৩১ বঙ্গাব্দ পড়ার সাথে সাথে বাসন্তী পুজো শুরু হলেও, এই পুজো হওয়ার কথা ছিল ১৪৩০ বঙ্গাব্দে। মল মাস পড়ে যাওয়ার কারণে প্রায় এক মাস বাসন্তী পুজোর তিথি পিছিয়ে যায়।

56

তাই ১৪৩০ সালের বাসন্তী পুজো অনুষ্ঠিত হল ১৪৩১ সালের শুরুতে। এরপর আবার বাসন্তী পুজো হবে ৪ঠা এপ্রিল। অন্যদিকে, শরৎকালে অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গাপুজো বা শারদ উৎসব।

66

২৩ আশ্বিন থেকে শারদীয়া দুর্গাপুজো আরম্ভ হবে। সব মিলিয়ে ১৪৩১ বঙ্গাব্দে মোট তিনবার বাঙালি আরাধনা করবে দেবী দুর্গাকে। বসন্তকালের দুর্গাপুজোকে শাস্ত্রমতে প্রধান দুর্গাপুজো ধরা হলেও, বাঙালির কাছে শারদীয়া দুর্গাপুজোর প্রাধান্য আলাদা। শারদীয়া দুর্গোৎসবকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে বিবেচিত করা হয়। জাতি-ধর্ম নির্বিশেষে শারদীয়া উৎসবে মেতে ওঠেন সবাই।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos