Saraswati Puja: সরস্বতী পুজোর দিন কেন হলুদ রঙের পোশাক পরা হয়, রইল কারণ

Published : Feb 04, 2024, 11:50 PM ISTUpdated : Feb 06, 2024, 02:05 PM IST
Saraswati Puja 2024

সংক্ষিপ্ত

শাড়ি থেকে সালোয়ার- সরস্বতী পুজোর দিন সবেতেই থাকতে হবে হলুদের ছোঁয়া। আবার পুরুষদের ক্ষেত্রেও তাই। হলুদ শার্ট বা কুর্তা তাদের চাই। কিন্তু জানেন কি কে সরস্বতী পুজোর দিন হলুদ রঙের পোশাক পরা হয়

সরস্বতী পুজো মানেই বাঙালি তরুণ তরুণীদের কাছে বিশেষ একটি দিন। এই দিন বসন্ত পঞ্চমী। এই দিনের বিশেষের পোশাকের কথা আলোচনা করলেই আসে হলুদ রঙের পোশাকের কথা। শাড়ি থেকে সালোয়ার- সরস্বতী পুজোর দিন সবেতেই থাকতে হবে হলুদের ছোঁয়া। আবার পুরুষদের ক্ষেত্রেও তাই। হলুদ শার্ট বা কুর্তা তাদের চাই। কিন্তু জানেন কি কে সরস্বতী পুজোর দিন হলুদ রঙের পোশাক পরা হয়-

সরস্বতী পুজো হয় বসন্ত কালে। প্রাচীনকাল থেকেই হলুদ রঙ বসন্তের প্রতীক। আর এই বিশেষ দিনে হলুদ রঙের পোশাক পরার রীতি ছিল এই দেশে। সেই রীতি এখনও চলে আসে। বসন্তকালের গুরুত্ব রবারবই হিন্দু শাস্ত্রে রয়েছে। তাই হলুদ রঙও গুরুত্বপূর্ণ।

হলুদ রঙের গুরুত্বঃ

প্রাচীনকাল থেকেই বসন্ত পঞ্চমীতে হলুদ মাখার রীতি ছিল। আর হলুদ রঙের পোশাক পরার রীতি ছিল। যা এখনও চলে আসছে।

২. হলুদ রঙ অত্যান্ত শুভ বলে মনে করা হয়।

৩. হলুদ রঙ অবসাদ দূর করে। শীতের পরই আসে বসন্ত। তাই বিশেষভাবেই বসন্তকে আগমণ জানান হয়।

৪. হলুদ রঙ সূর্যরশ্মীর সমান বলে মনে করা হয়। এই রঙ যে কোনও ব্যক্তির মনে প্রভাব ফেলতে পারে।

৫. ঋতুরাজ বসন্তের রঙও কিন্তু হলুদ । তাই সরস্বতী পুজোর দিন অনেকেই হলুদ রঙের পোশাক পরেন।

তবে হিন্দুশাস্ত্রের অধিকাংশ বিধানই সমাজের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল। কারণ প্রাচীন কাল থেকেই এই দেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। সেই নিময় অনুযায়ী কোনও নতুন ফলস বা ফল উঠলে তা প্রথমে দেব-দেবীদের নিবেদন করা হয়। সেই প্রথমা অনুযায়ী শীতকালীন ফল কুল মা সরস্বতীকে নিবেদন করা হয়।

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা