Saraswati Puja: সরস্বতী পুজোর দিন কেন হলুদ রঙের পোশাক পরা হয়, রইল কারণ

শাড়ি থেকে সালোয়ার- সরস্বতী পুজোর দিন সবেতেই থাকতে হবে হলুদের ছোঁয়া। আবার পুরুষদের ক্ষেত্রেও তাই। হলুদ শার্ট বা কুর্তা তাদের চাই। কিন্তু জানেন কি কে সরস্বতী পুজোর দিন হলুদ রঙের পোশাক পরা হয়

সরস্বতী পুজো মানেই বাঙালি তরুণ তরুণীদের কাছে বিশেষ একটি দিন। এই দিন বসন্ত পঞ্চমী। এই দিনের বিশেষের পোশাকের কথা আলোচনা করলেই আসে হলুদ রঙের পোশাকের কথা। শাড়ি থেকে সালোয়ার- সরস্বতী পুজোর দিন সবেতেই থাকতে হবে হলুদের ছোঁয়া। আবার পুরুষদের ক্ষেত্রেও তাই। হলুদ শার্ট বা কুর্তা তাদের চাই। কিন্তু জানেন কি কে সরস্বতী পুজোর দিন হলুদ রঙের পোশাক পরা হয়-

সরস্বতী পুজো হয় বসন্ত কালে। প্রাচীনকাল থেকেই হলুদ রঙ বসন্তের প্রতীক। আর এই বিশেষ দিনে হলুদ রঙের পোশাক পরার রীতি ছিল এই দেশে। সেই রীতি এখনও চলে আসে। বসন্তকালের গুরুত্ব রবারবই হিন্দু শাস্ত্রে রয়েছে। তাই হলুদ রঙও গুরুত্বপূর্ণ।

Latest Videos

হলুদ রঙের গুরুত্বঃ

প্রাচীনকাল থেকেই বসন্ত পঞ্চমীতে হলুদ মাখার রীতি ছিল। আর হলুদ রঙের পোশাক পরার রীতি ছিল। যা এখনও চলে আসছে।

২. হলুদ রঙ অত্যান্ত শুভ বলে মনে করা হয়।

৩. হলুদ রঙ অবসাদ দূর করে। শীতের পরই আসে বসন্ত। তাই বিশেষভাবেই বসন্তকে আগমণ জানান হয়।

৪. হলুদ রঙ সূর্যরশ্মীর সমান বলে মনে করা হয়। এই রঙ যে কোনও ব্যক্তির মনে প্রভাব ফেলতে পারে।

৫. ঋতুরাজ বসন্তের রঙও কিন্তু হলুদ । তাই সরস্বতী পুজোর দিন অনেকেই হলুদ রঙের পোশাক পরেন।

তবে হিন্দুশাস্ত্রের অধিকাংশ বিধানই সমাজের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল। কারণ প্রাচীন কাল থেকেই এই দেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। সেই নিময় অনুযায়ী কোনও নতুন ফলস বা ফল উঠলে তা প্রথমে দেব-দেবীদের নিবেদন করা হয়। সেই প্রথমা অনুযায়ী শীতকালীন ফল কুল মা সরস্বতীকে নিবেদন করা হয়।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র