সামনেই আসছে কৌশিকী অমাবস্যা, মাত্র ১ চামচ দুধ দিয়ে করুন দারুণ প্রতিকার

Published : Aug 29, 2024, 09:43 AM IST
Kaushiki Amavasya

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। অমাবস্যা তিথি শুরু হলেই রাজবেশ সহকারে রাতের বেলায় মা কালীর আরাধনা করা হয়। এই দিন অনেকে তন্ত্র সাধনা ও যোগ্য করে থাকেন।

আসছে কৌশিকী অমাবস্যা। আগামী ১ সেপ্টেম্বর, রবিবার পালিত ও উদযাপিত হবে ভাদ্রমাসের এই জাগ্রত অমানিশা। হিন্দু শাস্ত্রে রয়েছে ১৩৩ কোটি শক্তির কথা। সকল শক্তির জন্য আলাদা আলাদা পুজোর দিন রয়েছে। সকল দেবতাদের আরাধনার জন্য আলাদা দিন ও আলাদা তিথি নির্দিষ্ট করা হয়েছে। সেই অনুসারে, এদিন পালিত হবে কৌশিকী অমাবস্যা। শাস্ত্র মতে, এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। অমাবস্যা তিথি শুরু হলেই রাজবেশ সহকারে রাতের বেলায় মা কালীর আরাধনা করা হয়। এই দিন অনেকে তন্ত্র সাধনা ও যোগ্য করে থাকেন। প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই বিশেষ পুজো। এদিন জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পেতে মায়ের পুজো করুন এক চামচ দুধ দিয়ে।

কৌশিকী অমাবস্যায় পালনীয় কিছু জ্যোতিষ টোটকা আছে। প্রচলিত বিশ্বাস, সেগুলি পালন করলে জীবনে বাধা বিঘ্ন কেটে গিয়ে আসবে সুসময়। উপচে পড়বে অর্থসুখ ও সৌভাগ্য। জেনে নিন সেই জ্যোতিষ টোটকা।

কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই বাড়ি পরিষ্কার করুন। এঁটো বাসন রাখবেন না। ভালো করে বাড়ি পরিষ্কার করবেন। বাড়ির কোথাও যেন ধুলো না থাকে তা নিশ্চিত করুন। কৌশিকী অমাবস্যার দিন বাড়ি পরিষ্কার করা খুবই প্রয়োজন। তা না হলে মা কালী রুষ্ট হন।

কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে এক চামচ দুধ নিয়ে ঢেলে দিন কোন কুয়োতে। কুয়ো খুঁজে না পেলে মাটিতে গর্ত করেও দুধ ঢেলে দিতে পারেন।

কৌশিকী অমাবস্যার দিন নারকেলের টোটকা পালন করতে পারেন। এই দিন একটি নারকেল ফুটো করে তার জল বের করে দিন। তাতে চিনি ভরে নিন। এবার সেই নারকেল বাড়ি থেকে দূরে কোথাও পুঁতে আসুন। যেন আপনাকে কেউ দেখতে না পায়। আপনার কিংবা আপনার পরিবারের ওপর কারও খারাপ নজর থাকলে তা এই টোটকা পালনে দূর হবে।

কৌশিকী অমাবস্যার দিন নারকেলের আরেকটি টোটকা পালনে একাধিক সমস্যা থেকে মুক্তি মেলে। এই দিন পুজোর সময় রাতে একটি জল ভর্তি নারকেল পাঁচ টুকরো করে নিন। তা বাড়ির প্রধান দরজার সামনে রেখে আসুন। সকালে তা বাড়ি থেকে দূরে ফেলে দিন।

কৌশিকী অমাবস্যার দিন আটার টোটকা পালন করতে পারেন। সৌভাগ্য লাভ করতে চাইলে এই দিন আটা দিয়ে কয়টি ছোট ছোট গুলি তৈরি করে ফেলুন। এই আটা দিয়ে তৈরি গুলি মাছকে খাওয়ান। এতে সকল সমস্যা থেকে মিলবে মুক্তি।

বাড়ির সদর দরজায় কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় জ্বালিয়ে রাখুন দু'টি তিলতেলের প্রদীপ। তাহলে কুপ্রভাব দূর হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা