Friday's Remedy: দাম্পত্য জীবনে সুখ ফেরাতে শুক্রবার সন্তোষী মায়ের ব্রত পালন করুন

Published : Sep 08, 2023, 12:22 AM IST
Jai Santoshi Maa

সংক্ষিপ্ত

কথিত রয়েছে শুক্রবার উপবাস করে দেবী সন্তোষীর পুজো করলে ভাল ফল পাওয়া যায়। দেবীর আশীর্বাদে সংসারের ওপর থেকে কুপ্রভাব কেটে যায়। 

শুক্রবার অনেকেই সন্তোষী মায়ের ব্রত পালন করেন। অনেকে বাড়িতে পালন করেন অনেকেই আবার মন্দিরে যান। সন্তোষী মায়ের ব্রত পালন কিছুটা হলেও কঠিন। কারণ দেবীর পুজো করলে খাওয়াদাওয়ার ওপর অনেক বিধিনিষেধ আরোপ করা রয়েছে।

কথিত রয়েছে শুক্রবার উপবাস করে দেবী সন্তোষীর পুজো করলে ভাল ফল পাওয়া যায়। দেবীর আশীর্বাদে সংসারের ওপর থেকে কুপ্রভাব কেটে যায়। রোগ ব্যাধী দূর হয়। পরিবারে সুখ আর সমৃদ্ধির ছোঁয়া লাগে। সুখের হয় দাম্পত্য জীবন। বিপদের আশঙ্কা অনেক কমে যায়। সংসারে সুখ আর সমৃদ্ধি বজায় থাকে। দেবীর আশীর্বাদে নেতিবাচন শক্তির প্রভাব অনেকটাই কমে যায়।

পুরাণ অনুযায়ী সন্তোষী মা ভগবান গণেশের মানস কন্যা। কথিত রয়েছে রাখী পূর্ণিমার দিনে গণেশকে রাখী পরিয়েছিলেন তাঁর দুই বোন। তাই দেখে গণেশের দুই ছেলে শুভ আর লাভেরও ইচ্ছে হয় রাখী পরার। ছেলের অসন্তোষ দূর করতে গণেশ তাদের বোন হিসেবে সন্তোষীকে তৈরি করে তাঁদের সামনে উপস্থিত করেন। খুশি হয় গণেশের দুই সন্তান। সন্তোষী মাও দুই ছেলের হাতে রাখী পরিয়ে দেন।

শুক্রবার সন্তোষী মায়ের জন্ম বলে ধরে নেওয়া যায়। তাই এই দিনই তাঁর পুজো করতে হয়। দেবী লাল বস্ত্র পছন্দ করেন। তাই এয়োতী মহিলা যদি পুজো করেন তাহলে লাল রঙের শাড়ি পরেই পুজো করা শ্রেয়।

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা