বৈশাখ ও আষাঢ় মাসে এর গুরুত্ব আরও বেড়ে যায়। এই দিনে শিবের অভিষেক, রুদ্রাভিষেক, শৃঙ্গার গুরুত্বপূর্ণ। এই দিনে উপবাস করে সত্য চিত্তে পূজা করলে মহাদেব কাঙ্খিত ফল দান করেন।
হিন্দু ক্যালেন্ডারে নতুন বছর নতুন মাস শুরু হয়ে গেছে। এটাই বছরের প্রথম সোমবার। আর সোমবার মানেই ভগবান শিবের বার। বৈশাখ মাসে সোমবার শিবের পুজোর কতগুলি নিয়ম রয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী সোমবার যদি ভক্তিভরে শিবের পুজো করা হয় তাহলে ভগবান শিবের আশীর্বাদে মনবাঞ্ছা পুর্ণ হয়। আসুন জেনেনি সোমবার কী করে ভগবান শিবের উপাসনা করবেন।
১. কেউ যদি দ্রুত সাফল্য পেতে চান তাহলে বৈশাখের সোমাবার থেকে তাঁকে প্রতিদিন পারদের শিবলিঙ্গ পুজো করেত হবে।
২. হিন্দু বিশ্বাস অনুযায়ী বৈশাখে শিবলেঙ্গে সাদা ফুলের মালা অর্পণ করলে দ্রুত মনবাঞ্ছা পুরণ হয়।
৩. বৈশাখ মাসের সোমবার কেশর দেওয়া জল দিয়ে শিবের অভিষেক করলে বিয়ে বা প্রেমের বাধা কেটে যায়।
৪, দুধে কালো তিল মিশিয়ে সোমবার শিবলিঙ্গে অর্পণ করলে রোগ জনিত সমস্যা দূর হয়।
৫. যদি কারও গাড়ি কেনার ইচ্ছে থাকে তাহলে সোমবার শিবকে জুঁই ফুলের মালা নিবেদন করুন।
৬. সুস্থ শরীরের জন্য সোমবার শিবকে গোলাপ ফুল দিন।
সোম প্রদোষ তিথি ১৭ এপ্রিল বিকাল ৩টে ৪৬ মিনিটে শুরু হচ্ছে, এই তিথি ১৮ এপ্রিল দুপুর ১টা ২৭ মিনিটে শেষ হচ্ছে। সোম প্রদোষ ব্রতের মুহুর্ত ১৭এপ্রিল ৪টে ৪৫ থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত। ইন্দ্র ও ব্রহ্ম যোগও এই দিনে তৈরি হচ্ছে। ইন্দ্র যোগ পরের দিন ১৮ এপ্রিল সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং ব্রহ্ম যোগ ১৭ এপ্রিল রাত ৯টা ৭ মিনিটে সমাপ্ত হচ্ছে।
সমস্ত প্রদোষ ব্রতের মধ্যে সোম প্রদোষ ব্রত শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। বৈশাখ ও আষাঢ় মাসে এর গুরুত্ব আরও বেড়ে যায়। এই দিনে শিবের অভিষেক, রুদ্রাভিষেক, শৃঙ্গার গুরুত্বপূর্ণ। এই দিনে উপবাস করে সত্য চিত্তে পূজা করলে মহাদেব কাঙ্খিত ফল দান করেন। ছেলে মেয়ের বিয়ের বাধা দূর হয়। যাঁরা লক্ষ্মী বা কর্মজীবনে সাফল্য পেতে চান, তাঁদের দুধে অভিষেক করে ফুলের মালা নিবেদন করা উচিত। এতে ভগবান ভোলেনাথ দ্রুত প্রসন্ন হন এবং সকল ইচ্ছা পূরণ করেন।