ধুতুরা বা আকন্দ নয়, শ্রাবণ মাসে মহাদেবের পুজো সফল হবে শুধু মাত্র এই ফুল নিবেদন করলে

শ্রাবণ মাসকে ভগবান শিবের আরাধনার মাস বলা হয়। বাংলা ক্যালেন্ডারের এই মাস দেবাদিদেবের প্রতি উৎসর্গকৃত। জানেন কী কোন ফুল শিবের সবচেয়ে প্রিয়? কিন্তু অনেকেই আমরা জানি না শিবের সবচেয়ে প্রিয় ফুল হল ধুতরা বা আকন্দ নয়!

Parna Sengupta | Published : Aug 5, 2024 5:58 AM IST / Updated: Aug 05 2024, 11:29 AM IST
19

সাধারণত, শিবপুজোয় রঙিন ফুল অর্পণ নিষিদ্ধ। মূলত, আকন্দ, ধুতরা, শ্বেত কল্কে দিয়ে শ্রাবণে পুজো করা হয়। জানেন কী কোন ফুল শিবের সবচেয়ে প্রিয়? কিন্তু অনেকেই আমরা জানি না শিবের সবচেয়ে প্রিয় ফুল হল ধুতরা বা আকন্দ নয়!

29

তাহলে কোন ফুল দেবাদিদেবের প্রিয়? উত্তর- বেলগাছের ফুল। তবে, ভুল করেও এই ফুলকে সুগন্ধী বেল ফুলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। এই ফুল দুর্লভ না হলেও নানা কারণে অবশ্যই সংগ্রহ করা কঠিন।

39

বিল্বপুষ্প নিবেদনের মাহাত্ম্য? শিবলিঙ্গে বেল গাছের ফুল নিবেদনের মাহাত্ম্য শুনলে অবাক হতে হয়। সারা জীবন কঠোর তপস্যা করেও সাধকেরা যা লাভ করতে পারেন না, মাত্র একটা বিল্বপুষ্প ভক্তিভরে শিবলিঙ্গে অর্পণ করলে তাই হয়।

49

পুরাণকথা অনুযায়ী, কোনও ভক্ত যদি তাঁর গোটা জীবনে মাত্র একটিও বিল্বপুষ্প শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, তাহলে মহাদেবের প্রীতির ফলে সেই ব্যক্তি দেহান্তে শিবলোক লাভ করেন।

59

শিবঠাকুর কীসে তুষ্ট হন? মহাদেব খুব অল্পে তুষ্ট হন। তাই অতিরিক্ত আয়োজনের দরকার নেই। টাটকা বেলপাতা, আকন্দফুলের মালা, ধুতরো ফুল, কলকে ফুল আর শ্বেতচন্দন দিয়ে শিবলিঙ্গকে সাজালে খুব খুশি হন দেবতা।

69

এছাড়া গাঁদাফুল ও যে কোনও সাদা সুগন্ধী ফুল মহাদেব পছন্দ করেন। নৈবেদ্যে ফলমূল ও মিষ্টান্ন নিবেদন করলেই শিবঠাকুর খুশি। মন্দিরে মন্দিরে শিবের প্রিয় পরমান্ন ভোগ দেওয়া হয়। তবে মহাদেব সন্তুষ্ট হন ভক্তের আন্তরিক নিবেদনে, ভক্তিতে।

79

শ্রাবণের প্রতি সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের আরাধনায় বসতে হবে। যাঁরা উপবাস করতে পারেন না তাঁরা সোমবার নিরমিষ খাবেন।

89

বেলপাতা শিবের অতি প্রিয়। ২১টি বেলপাতায় শ্বেতচন্দন দিয়ে 'ওঁ নমঃ শিবায়' লিখে অর্পণ করতে হবে। দুধ, গঙ্গাজল ও কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। যে পাত্রে দুধ-গঙ্গাজল নেবেন সেটি তামার না হলেই ভাল। অন্য যে কোনও ধাতুর বা পাথরের পাত্র ব্যবহার করতে পারেন।

99

ভক্তি ভরে শিবের স্তোত্র পাঠ করুন। 'ওঁ নমঃ শিবায়' মন্ত্র ১০৮বার জপ করবেন। স্বামী বা প্রিয়জনের রোগ আরোগ্য ও সুস্থতার কামনায় মহাদেবের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos