পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার এশিয়া কাপের সূচি ঘোষণা হয়ে গেল। ভারত-পাকিস্তান ম্যাচের দিনক্ষণ জানা গেল। ফলে বহু প্রতীক্ষিত ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার প্রহর গোনা শুরু।
বুধবার সন্ধেবেলা এশিয়া কাপের সূচি ঘোষণা করলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ। তিনি ট্যুইট করে সূচি প্রকাশ করেছেন। ৩০ আগস্ট শুরু হচ্ছে টুর্নামেন্ট। প্রথম ম্যাচ মুলতানে। ১৭ সেপ্টেম্বর ফাইনাল হবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। পাকিস্তানে হবে গ্রুপের ৩টি এবং সুপার ফোর পর্যায়ের ১টি ম্যাচ। ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। শ্রীলঙ্কায় ম্যাচগুলি হবে কলম্বো ও ক্যান্ডিতে। উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধেই। এরপর ৪ সেপ্টেম্বর নেপালের মুখোমুখি হবে ভারত। গ্রুপ থেকে ২টি দল সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে।
৩০ আগস্ট মুলতানে প্রথম ম্যাচের পর ৩১ আগস্ট দ্বিতীয় ম্যাচে ক্যান্ডিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ২ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে ভারত-পাক লড়াই। ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ সেপ্টেম্বর ভারত-নেপাল ম্যাচ। ৫ সেপ্টেম্বর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে সুপার ফোরের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি গ্রুপ এ-র শীর্ষে থাকা দল এবং গ্রুপ বি-র দ্বিতীয় স্থানাধিকারী দল। এই ম্যাচটি হবে লাহোরে। ভারতীয় দল যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেই কারণে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকলেও, পাকিস্তানকে শীর্ষ স্থানাধিকারী হিসেবেই ধরা হবে। পাকিস্তান যদি সুপার ফোরের যোগ্যতা অর্জন করতে না পারে, তাহলে লাহোরে খেলতে যাবে নেপাল। গ্রুপ বি-র শীর্ষ স্থানাধিকারী হিসেবে ধরা হবে শ্রীলঙ্কাকে। দ্বিতীয় দল হিসেবে থাকবে বাংলাদেশ। আফগানিস্তান যদি সুপার ফোরের যোগ্যতা অর্জন করে, তাহলে শ্রীলঙ্কা বা বাংলাদেশের মধ্যে যে কোনও একটি দলের জায়গা নেবে তারা। সুপার ফোর পর্যায় শেষ হবে ১৫ সেপ্টেম্বর। এরপর ১৭ সেপ্টেম্বর ফাইনাল।
এতদিন ক্রিকেটে শক্তিশালী দল ছিল না নেপাল। তবে সম্প্রতি হিমালয়ের কোলের এই দেশটিতে ক্রিকেটের উন্নতি হয়েছে। এশিয়া কাপে ভালো পারফরম্যান্সের আশায় নেপাল। তবে এবারের এশিয়া কাপ হচ্ছে ওডিআই ফর্ম্যাটে। সেই কারণে নেপালের আশা কম। টি-২০ ফর্ম্যাটে হলে নেপাল লড়াই করতে পারত। কিন্তু ৫০ ওভারের ম্যাচে ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করা কঠিন। গ্রুপ বি-তে ৩টি দলের শক্তি প্রায় সমান। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। নিজেদের দেশে খেলার সুবিধা পাবে শ্রীলঙ্কা। তবে লড়াই করতে তৈরি বাংলাদেশ ও আফগানিস্তান।
আরও পড়ুন-
স্মৃতি মন্ধানাকে পিছনে ফেলে ভারতীয় ক্রিকেটের নতুন ক্রাশ জেমাইমা রডরিগেজ
জন্মদিনে হাঁটু গেড়ে বসে কেক কাটলেন ঈশান কিষান, শুভেচ্ছা ভরিয়ে দিলেন সতীর্থরা
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ১০৮ রানে জয়, সিরিজে প্রত্যাবর্তন ভারতের