থাকছেন না বিরাট-রোহিত, এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দলই পাঠাচ্ছে বিসিসিআই

ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়ান গেমসে সেরা দল পাঠাচ্ছে না বিসিসিআই। ফলে এশিয়ান গেমসে খেলছেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তাঁরা বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন।

ওডিআই বিশ্বকাপে যে ক্রিকেটাররা খেলবেন, তাঁদের এশিয়ান গেমসের দলে রাখা হচ্ছে না। এশিয়ান গেমসে ভারতের পুরুষদের দলে থাকছেন দ্বিতীয় সারির ক্রিকেটাররা। ফলে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কে এল রাহুল, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজদের এশিয়ান গেমসে খেলতে দেখা যাবে না। মহিলা দলের ক্ষেত্রে অবশ্য কোনও সমস্যা নেই। হরমনপ্রীত কউরের নেতৃত্বে ভারতের মহিলা দলের সেরা ক্রিকেটাররাই এশিয়ান গেমসে যোগ দেবেন। ২৩ সেপ্টেম্বর চিনের হাংঝাউয়ে শুরু হচ্ছে এশিয়ান গেমস। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে ৫ অক্টোবর শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ। ৮ অক্টোবর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। সেই কারণেই এশিয়ান গেমসে বিরাট, রোহিতদের পাঠাতে পারছে না বিসিসিআই।

এক বিবৃতিতে বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এশিয়ান গেমস ও আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ একই সময়ে হতে চলেছে। যে খেলোয়াড়রা বিশ্বকাপের দলে থাকছেন না, তাঁদেরই এশিয়ান গেমসের জন্য নির্বাচিত করবে বিসিসিআই।’

Latest Videos

শুক্রবার বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের ১৯-তম বৈঠক ছিল। এরপর বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘২০২৩-এর সেপ্টেম্বরে চিনের হাংঝাউয়ে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা দল পাঠাবে বিসিসিআই। তবে এশিয়ান গেমস ও আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ একই সময়ে হতে চলছে। সেই কারণে যে ক্রিকেটাররা বিশ্বকাপের দলে থাকবেন না, তাঁদের নিয়েই এশিয়ান গেমসের দল গঠন করা হবে।’

বিসিসিআই-এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে পরপর ম্যাচ রয়েছে। উপযুক্ত পরিকল্পনা, আলোচনা ও সহযোগিতার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে বিসিসিআই। আশা করা হচ্ছে বিসিসিআই যাবতীয় সমস্যা মোকাবিলা করতে পারবে এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে জাতীয় স্বার্থে এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা দল পাঠাবে।’

এর আগে ২০১৪ সালের এশিয়ান গেমসে দল পাঠায়নি বিসিসিআই। তবে এবারের এশিয়ান গেমসে দল পাঠাচ্ছে বিসিসিআই। এবারের এশিয়ান গেমসে ২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে পুরুষদের ক্রিকেট। এশিয়ান গেমসে ভারতের পুরুষ দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণকে। কারণ, ভারতের পুরুষদের সিনিয়র দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ওডিআই বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবেন। এর আগেও দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভারতের সিনিয়র দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন লক্ষণ। তাঁকে ফের এই ভূমিকায় দেখা যাবে।

আরও পড়ুন-

জল্পনার অবসান, জন্মদিনে শিক্ষা সংক্রান্ত অ্যাপ চালুর ঘোষণা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছতে পারে কোন ৪ দল? নিজের মত জানালেন সৌরভ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Khadan সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে Dev, Jisshu সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো
বাংলাদেশকে একহাত নিলেন শমীক #shorts #shamikbhattacharya #bangladesh
Bangladesh-এর সংখ্যালঘুদের অবস্থা নিয়ে অকপট বাংলাদেশের আইনজীবী Rabindra Ghosh | Bangladesh Crisis
'মনে হয়, চিন্ময় প্রভুকে জামিন দেবে না আদালত' তাহলে কি করবেন! দেখুন | Chinmoy Krishna Das | Banglades
Sukanta Majumdar : এক দেশ এক নির্বাচন নিয়ে বিরোধীদের ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বলছেন তিনি