এবারের টি-২০ বিশ্বকাপে অনেক চমকপ্রদ ম্যাচ দেখা গিয়েছে। একাধিক দল ক্রিকেট দুনিয়াকে হতবাক করে দিয়েছে। সেমি-ফাইনালেও সেরকমই চমকপ্রদ ম্যাচ দেখা গেল।
অ্যালান ডোনাল্ড, ল্যান্স ক্লুজনাররা এবার শান্তিতে ঘুমোতে পারবেন। বিশ্বকাপ সেমি-ফাইনালের বেশি এগোতে পারে না, এ কথা আর কেউ বলতে পারবে না। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে নতুন ইতিহাস রচনা হল। প্রথমবার পুরুষদের সিনিয়র পর্যায়ে কোনও ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়া ব্রিগেড। আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছল দক্ষিণ আফ্রিকা। এতদিন 'চোকার্স' বদনাম কুড়িয়ে আসা প্রোটিয়ারা টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে চূড়ান্ত একপেশে ম্যাচে অনায়াস জয় পেল। প্রথমে ব্যাটিং করতে নেমে ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে সেই টার্গেট পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
আত্মতুষ্টির খেসারত দিল আফগানিস্তান?
সুপার এইট পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ লড়াই করে প্রথমবার টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ে আফগানিস্তান। এখানেই রশিদ খানদের লড়াই থেমে গেল। আর এগোতে পারলেন না তাঁরা। হয়তো প্রথমবার এরকম বড়মাপের ক্রিকেট টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ার পর আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ, নবীন-উল-হকরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজমাতুল্লাহ ওমরজাই (১০) ছাড়া আফগানিস্তানের অন্য কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারলেন না। এর ফলেই প্রথমবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেল।
একপেশে জয় দক্ষিণ আফ্রিকার
টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে বোলারদের জন্যই জয় পেল দক্ষিণ আফ্রিকা। ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তাবরেজ শামসি। ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন মার্কো জ্যানসেন। ৭ রান দিয়ে ২ উইকেট নেন অ্যানরিক নর্খিয়ে। ১৪ রান দিয়ে ২ উইকেট নেন কাগিসো রাবাডা। রান তাড়া করতে নেমে ওপেনার কুইন্টন ডি কক (৫) দ্রুত আউট হয়ে গেলেও, ২৯ রানে অপরাজিত থাকেন অপর ওপেনার রিজা হেনড্রিকস। ২৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক এইডেন মার্করাম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
সেমিফাইনাল না খেলে সোজা ফাইনালে চলে যেতে পারে ভারত! দুর্ধর্ষ এই সমীকরণ সম্ভব কীভাবে, জানেন?
'আসলে ক্রিকেটটা ভারতই চালায়' বিশ্ব ক্রিকেটে ভারতের দাদাগিরি নিয়ে মুখ খুললেন ক্রিস গেইল
INDIA vs PAKISTAN: আবার ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ, মহিলাদের এশিয়া কাপ শুরু ১৯ জুলাই