মহিলাদের টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারতীয় দল। গতবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেই রানার্স হয় ভারতীয় দল। এবার সেই হারের বদলা নিতে চান হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানারা। তবে অস্ট্রেলিয়া দলও প্রচণ্ড শক্তিশালী।
09:43 PM (IST) Feb 23
ভারতকে ৫ রানে হারিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
09:37 PM (IST) Feb 23
১৯ ওভারের শেষে ভারতের রান ৭ উইকেটে ১৫৭। জয়ের জন্য শেষ ওভারে দরকার ১৬ রান।
09:24 PM (IST) Feb 23
১৪ রান করে আউট হয়ে গেলেন রিচা ঘোষ। ১৩৫ রানে ৬ উইকেট হারাল ভারতীয় দল।
09:18 PM (IST) Feb 23
ভালো ইনিংস খেলেও রান আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। ৫ উইকেট হারাল ভারত।
09:15 PM (IST) Feb 23
চাপের মুখে দুরন্ত অর্ধশতরান করলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। জয়ের লক্ষ্যে লড়াই চালাচ্ছে ভারত।
08:58 PM (IST) Feb 23
৯৭ রানে ৪ উইকেট হারাল ভারতীয় দল। ৪৩ রান করে আউট হয়ে গেলেন জেমাইমা রডরিগেজ।
08:39 PM (IST) Feb 23
৬ ওভারের শেষে ৩ উইকেটে ৫৯ রান করল ভারতীয় দল। জেমাইমা রডরিগেজ ২০ ও হরমনপ্রীত কউর ১৮ রানে অপরাজিত।
08:28 PM (IST) Feb 23
৪ রান করে রান আউট হয়ে গেলেন ইয়াস্তিকা ভাটিয়া। ২৮ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল।
08:21 PM (IST) Feb 23
১৫ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল। ২ রান করে আউট স্মৃতি মন্ধানা।
08:17 PM (IST) Feb 23
বড় রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারাল ভারত। ৬ বলে ৯ রান করে আউট শেফালি ভার্মা।
07:59 PM (IST) Feb 23
বেথ মুনির ৫৪ ও অধিনায়ক মেগ ল্যানিংয়ের অপরাজিত ৪৯ রানের সুবাদে ৪ উইকেটে ১৭২ রান করল অস্ট্রেলিয়া।
07:51 PM (IST) Feb 23
৭ রান করে শিখা পাণ্ডের বলে বোল্ড গ্রেস হ্যারিস। ১৪৮ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
07:47 PM (IST) Feb 23
১৪১ রানে তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৩১ রান করে দীপ্তি শর্মার বলে বোল্ড অ্যাশলে গার্ডনার।
07:25 PM (IST) Feb 23
অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট তুলে নিল ভারত। ৫৪ রান করে আউট বেথ মুনি।
07:23 PM (IST) Feb 23
মহিলাদের টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে ওপেন করতে নেমে অর্ধশতরান করলেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
07:16 PM (IST) Feb 23
১০ ওভারের শেষে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে। বেথ মুনি ৩৭ ও মেগ ল্যানিং ৫ রানে অপরাজিত।
07:07 PM (IST) Feb 23
৫২ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। ২৫ রান করে রাধা যাদবের বলে স্টাম্প আউট হয়ে গেলেন অ্যালিসা হিলি।
06:58 PM (IST) Feb 23
৬ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৪৩। বেথ মুনি ১৯ ও অ্যালিসা হিলি ২৩ রানে অপরাজিত।
06:35 PM (IST) Feb 23
অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন বেথ মুনি ও অ্যালিসা হিলি। প্রথম ওভারে ৬ রান করেছেন হিলি।
06:15 PM (IST) Feb 23
অসুস্থতার জন্য মহিলাদের টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারছেন না পূজা বস্ত্রকর। রাজেশ্বরী গায়কোয়াড়ের বদলে দলে এসেছেন রাধা যাদব। দেবিকা বৈদ্যর বদলে দলে এসেছেন ইয়াস্তিকা ভাটিয়া।
06:04 PM (IST) Feb 23
মহিলাদের টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া লড়াই। টসে জিতে প্রথমে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।
05:54 PM (IST) Feb 23
মহিলাদের টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ম্যাচ।