চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। ওডিআই সিরিজ এখন ১-১। ফলে সিরিজ জিততে হলে শেষ ম্যাচে ভারতীয় দলকে জিততেই হবে। ওডিআই বিশ্বকাপের আগে এই সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছে ভারতীয় দল।
10:09 PM (IST) Mar 22
তৃতীয় ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার ২৬৯ রানের জবাবে ২৪৮ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ২-১ ফলে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।
10:07 PM (IST) Mar 22
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই শেষবার দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে হেরে গিয়েছিল ভারতীয় দল। এবারও অস্ট্রেলিয়ার কাছেই হারছেন রোহিত শর্মারা।
09:54 PM (IST) Mar 22
১৮ রান করে আউট হয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। ২২৫ রানে ৮ উইকেট হারিয়ে হারের মুখে ভারত।
09:37 PM (IST) Mar 22
৪০ বলে ৪০ রান করে অ্যাডাম জাম্পার বলে স্টিভ স্মিথকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ২১৮ রানে ৭ উইকেট হারাল ভারতীয় দল।
09:06 PM (IST) Mar 22
৩৮ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৬ উইকেটে ১৯৮। হার্দিক পান্ডিয়া ৩০ ও রবীন্দ্র জাদেজা ৮ রানে অপরাজিত।
08:50 PM (IST) Mar 22
৫৪ রান করে অ্যাশটন আগরের বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন বিরাট কোহলি। পরের বলেই বোল্ড সূর্যকুমার যাদব। ১৮৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে ভারত।
08:26 PM (IST) Mar 22
৬১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। অসাধারণ ব্যাটিং করছেন তিনি। জয়ের জন্য তাঁর দিকেই তাকিয়ে দল।
08:20 PM (IST) Mar 22
মাত্র ২ রান করেই রান আউট হয়ে গেলেন অক্ষর প্যাটেল। ১৫১ রানে ৪ উইকেট হারাল ভারতীয় দল।
08:13 PM (IST) Mar 22
৩২ রান করে অ্যাডাম জাম্পার বলে শন অ্যাবটের হাতে ধরা পড়লেন কে এল রাহুল। ১৪৬ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল।
08:00 PM (IST) Mar 22
২৫ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১২৩। বিরাট কোহলি ৩৭ ও কে এল রাহুল ১৭ রানে অপরাজিত।
07:35 PM (IST) Mar 22
ভালো ব্যাটিং করছেন বিরাট কোহলি ও কে এল রাহুল। ২ উইকেট হারালেও, ভালোভাবেই এগিয়ে চলেছে ভারতের ইনিংস।
07:07 PM (IST) Mar 22
৩৭ রান করে আউট হয়ে গেলেন শুবমান গিল। ৭৭ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
06:52 PM (IST) Mar 22
৬৫ রানের মাথায় প্রথম উইকেট হারাল ভারতীয় দল। ৩০ রান করে আউট রোহিত শর্মা।
06:41 PM (IST) Mar 22
শুবমান গিলের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। অষ্টম ওভারে বিনা উইকেটে ৫০ পেরিয়ে গেল ভারতের স্কোর।
06:28 PM (IST) Mar 22
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন শুবমান গিল। ভারতের ইনিংসের শুরুটা ভালো হয়েছে।
06:11 PM (IST) Mar 22
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলের টার্গেট ২৭০ রান। ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও শুবমান গিল।
05:38 PM (IST) Mar 22
১০ রান করে মহম্মদ সিরাজের বলে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে আউট মিচেল স্টার্ক। ২৬৯ রানে অলআউট অস্ট্রেলিয়া।
05:17 PM (IST) Mar 22
২৪৭ রানে ৯ উইকেট হারাল অস্ট্রেলিয়া। জোড়া উইকেট অক্ষর প্যাটেলের। ১ উইকেট নিলেন মহম্মদ সিরাজ।
05:08 PM (IST) Mar 22
অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নেওয়ার পর এবার যত কম রানে সম্ভব আটকে রাখার চেষ্টা করছেন ভারতের বোলাররা। তাহলে ব্যাটারদের কাজ কিছুটা সহজ হবে।
04:45 PM (IST) Mar 22
তৃতীয় ওডিআই ম্যাচে একের পর এক উইকেট হারিয়ে চলেছে অস্ট্রেলিয়া। ৩৮ রান করে কুলদীপ যাদবের বলে আউট অ্যালেক্স কেরি। ২৫ রান করে অক্ষর প্যাটেলের বলে শুবমান গিলকে ক্যাচ দিয়ে আউট মার্কাস স্টোইনিস। ২০৩ রানে ৭ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
03:55 PM (IST) Mar 22
১৩৮ রানে ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ২৮ রান করে কুলদীপ যাদবের বলে শুবমান গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন মার্নাস লাবুশেন।
03:34 PM (IST) Mar 22
ডেভিড ওয়ার্নারকে ফেরালেন কুলদীপ যাদব। ক্যাচ নিলেন হার্দিক পান্ডিয়া। ২৩ রান করে আউট হলেন ওয়ার্নার।
03:09 PM (IST) Mar 22
উইকেট পড়ার আগে পর্যন্ত দ্রুতগতিতে রান করছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। কিন্তু পরপর ৩ উইকেট তুলে নিয়ে রানের গতি নিয়ন্ত্রণ করেছেন হার্দিক পান্ডিয়ারা।
02:53 PM (IST) Mar 22
৬৮ রানে প্রথম উইকেট হারানোর পর ৮৫ রানে ৩ উইকেট খুইয়ে বসল অস্ট্রেলিয়া। ভারতীয় দলের হয়ে ৩ উইকেটই নিলেন হার্দিক পান্ডিয়া। ট্রেভিস হেড, স্টিভ স্মিথকে আউট করার পর এবার মিচেল মার্শকে বোল্ড করে দিলেন হার্দিক। ৪৭ রান করলেন মার্শ।
02:37 PM (IST) Mar 22
জোড়া উইকেট নিয়ে ভারতীয় দলকে লড়াইয়ে ফেরালেন হার্দিক পান্ডিয়া। ট্রেভিস হেডকে আউট করার পর এবার অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকেও আউট করে দিলেন হার্দিক। ৩ বলে খেলে কোনও রান করতে পারলেন না স্মিথ।
02:28 PM (IST) Mar 22
হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার ২ বল পরেই ক্যাচ আউট হয়ে গেলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রেভিস হেড। তিনি করলেন ৩৩ রান। হার্দিকের বলে ক্যাচ নিলেন কুলদীপ যাদব।
02:24 PM (IST) Mar 22
অস্ট্রেলিয়ার দুূই ওপেনার ট্রেভিস হেড ও মিচেল মার্শকে কিছুতেই আউট করতে পারছেন না ভারতের বোলাররা। হার্দিক পান্ডিয়ার বলে ট্রেভিস হেডের ক্যাচ ফস্কালেন শুবমান গিল।
02:09 PM (IST) Mar 22
অষ্টম ওভারে ৫০ পেরিয়ে গেল অস্ট্রেলিয়ার স্কোর। রান বাড়িয়ে চলেছেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড। অস্ট্রেলিয়ার ওপেনারদের চাপে ফেলতে পারছেন না ভারতের বোলাররা।
01:51 PM (IST) Mar 22
৪ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২৮। মিচেল মার্শ ২৩ ও ট্রেভিস হেড ৪ রানে অপরাজিত। দ্রুতগতিতে রান করছেন মার্শ। চাপে পড়ে গিয়েছেন মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি।
01:37 PM (IST) Mar 22
অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার দলে ফিরলেও, অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড।
01:15 PM (IST) Mar 22
তৃতীয় ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন- ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), মার্কাস স্টোইনিস, অ্যাশটন আগর, শিন অ্যাবট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
01:12 PM (IST) Mar 22
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।
01:03 PM (IST) Mar 22
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।