৩ বছরের চুক্তি ঘোষণা, মোহনবাগানে অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস

অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংসের মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেওয়া আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটুকুই বাকি ছিল। বুধবার সেই ঘোষণা হয়ে গেল।

মোহনবাগানের দীর্ঘ ইতিহাসে একাধিক বিশ্বকাপার খেলেছেন। তবে এর আগে কোনওদিন বিশ্বকাপ খেলার পরের মরসুমেই সরাসরি সবুজ-মেরুনে যোগ দেননি কোনও ফুটবলার। এবার সেই নজির গড়লেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস। কাতার বিশ্বকাপে নজর কেড়ে নেওয়া এই স্ট্রাইকার এবার সবুজ-মেরুন জার্সি পরছেন। তাঁকে আইএসএল মাতাতে দেখা যাবে। বুধবার কামিংসের সঙ্গে ৩ বছরের চুক্তির কথা ঘোষণা করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। বিশ্বকাপ খেলা স্ট্রাইকার দলে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা। সম্প্রতি আলবানিয়ার হয়ে ২০১৬ সালের ইউরো কাপে গোল করা আর্মান্দো সাদিকুর সঙ্গে ২ বছরের চুক্তির কথা ঘোষণা করেছে সবুজ-মেরুন। আপফ্রন্টে বিশ্বকাপ ও ইউরো কাপে খেলা ২ স্ট্রাইকার থাকায় মোহনবাগানের শক্তি অনেক বেড়ে গেল। ফলে এবারও আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির।

গত মরসুমে সবুজ-মেরুনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রওস পেট্রাটস ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দলে ছিলেন। তবে পেট্রাটসের চেয়ে কামিংস অনেক বেশি সাফল্য পেয়েছেন। কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে খেলেন এই স্ট্রাইকার। সেই ম্যাচে অবশ্য তিনি গোল পাননি। তবে ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্য পেয়েছেন কামিংস। গত মরসুমে এ লিগের দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান এই স্ট্রাইকার। তাঁর দলই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। লিগের শেষ ম্যাচে হ্যাটট্রিক করেন কামিংস। অস্ট্রেলিয়ার মেরিনার্সের হয়ে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন, ভারতীয় ফুটবলের মেরিনার্সের হয়েও তিনি সেরকমই খেলবেন বলে আশায় সবুজ-মেরুন জনতা।

Latest Videos

 

 

স্কটল্যান্ডে জন্ম কামিংসের। স্কটল্যান্ডের জাতীয় দলের হয়েও খেলেছেন এই স্ট্রাইকার। স্কটল্যান্ডের বিখ্যাত ক্লাব স্কটিশ রেঞ্জার্স এফসি, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্টের হয়েও খেলেছেন কামিংস। স্কটিশ কাপে পরপর ৩ মরসুম সর্বাধিক গোল করার রেকর্ড আছে এই স্ট্রাইকারের। স্কটল্যান্ড ছেড়ে অস্ট্রেলিয়ার পাড়ি জমালেও, পারফরম্যান্সে কোনও বদল হয়নি। ভারতেও দুর্দান্ত সাফল্য পাওয়াই কামিংসের লক্ষ্য।

মোহনবাগানে যোগ দিয়ে কামিংস বলেছেন, 'ভারতীয় ফুটবলে মোহনবাগানের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও গৌরবের ইতিহাস আছে। গত বছর ভারতীয় ফুটবলে সেরা হয়েছে এই ক্লাব। আমি আশাবাদী, আগামী ৩ বছরে মোহনবাগানের ক্যাবিনেটে আরও কিছু ট্রফি এনে দিতে পারব। এএফসি কাপে ভালো ফল করে আন্তর্জাতিক মঞ্চে ক্লাবকে প্রতিষ্ঠিত করাই মোহনবাগান সুপার জায়ান্টের লক্ষ্য। আমিও ঠিক সেটাই চাই। সবসময় চ্যাম্পিয়নশিপকেই পাখির চোখ করে এগিয়ে যেতে হবে।'

আরও পড়ুন-

২ বছরের চুক্তি, আলবানিয়ার হয়ে ইউরো কাপে গোল করা আর্মান্দো সাদিকুকে সই করাল মোহনবাগান

কলকাতা লিগে খেলবে সবুজ-মেরুনের যুব দল, চ্যালেঞ্জ নিতে তৈরি সুমিত রাঠিরা

Indian Football: লেবাননের বিরুদ্ধে ২-০ জয়, ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar