এবারের বিশ্বকাপে ফাইনালের আগে ৫ গোল মেসি-এমবাপের, ফাইনালে গোল করলে গোল্ডেন বুট পাবেন মেসি, এমবাপে |
এবার গোল্ডেন বুট জিতবেন কোন ফুটবলার, সেটা জানা যাবে বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর। গোল্ডেন বুট জেতার লড়াইয়ে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপের সঙ্গে আছেন জুলিয়ান আলভারেজ, অলিভিয়ের জিরু। এই ৪ ফুটবলারই বিশ্বকাপ ফাইনাল খেলবেন। ফলে তাঁদের মধ্যে থেকেই কেউ গোল্ডেন বুট জিতবেন। ৫ গোল করেছেন মেসি ও এমবাপে। তাঁরা যদি ফাইনালেও গোল করেন, তাহলে গোল্ডেন বুট জিতে নেবেন। ৪ গোল করেছেন জিরু ও আলভারেজ। তাঁরা গোল্ডেন বুটের লড়াইয়ে একটু পিছিয়ে থাকলেও ফাইনালে গোল করে দলকে জেতানোর পাশাপাশি ব্য়ক্তিগত পুরস্কারও জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।