বিশ্বকাপে শেষ ম্যাচ খেলে ফেললেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মডরিচ। এই প্রতিযোগিতায় নিজের শেষ ম্যাচে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন মডরিচ।
মরক্কোকে ২-১ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপে তৃতীয় স্থান পেল গতবারের রানার্স ক্রোয়েশিয়া। এর আগে ১৯৯৮ সালের বিশ্বকাপেও তৃতীয় স্থান অর্জন করেছিল ডাভর সুকেরদের দল। সেবার তৃতীয়-চতুর্থ স্থাব নির্ধারণের ম্যাচে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল ক্রোটরা। ১৯৭৮ সালের বিশ্বকাপে ইতালিকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান পেয়েছিল ব্রাজিল। তারপর থেকে টানা ১১ বিশ্বকাপে তৃতীয় স্থান পেল ইউরোপের দলগুলি। ১৯৭৮ সালের পর লাতিন আমেরিকার কোনও দল বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করতে পারেনি। ২০১৪ সালের বিশ্বকাপে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় ব্রাজিল। বিশ্বকাপ জেতার ক্ষেত্রেও লাতিন আমেরিকানদেরপিছনে ফেলে দিয়েছে ইউরোপ। ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। বাকি সব বিশ্বকাপই চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপের দলগুলি। এবার অবশ্য় আর্জেন্টিনার সামনে বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে। রবিবার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।
এদিন বিশ্বকাপের তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ৭ মিনিটের মাথায় অসাধারণ হেডে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন জসকো গাভার্ডিয়ল। সেই গোল অবশ্য ২ মিনিটের মধ্যেই শোধ করে দেয় মরক্কো। আফ্রিকার দলটির হয়ে গোল করেন আশরফ দারি। এরপর ৪২ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ক্রোয়েশিকাকে এগিয়ে দেন মিস্লাভ অরসিচ। এরপর এই ম্যাচে আর গোল হয়নি। মরক্কো গোল শোধের অনেক চেষ্টা করেছিল কিন্তু ক্রোয়েশিয়ার রক্ষণ অটুট ছিল। ফলে জয় পান লুকা মডরিচরা। এটাই বিশ্বকাপে মডরিচের শেষ ম্যাচ ছিল। দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন এই তারকা মিডফিল্ডার।
বিশ্বকাপে গত ১৪ ম্যাচের মধ্যে মাত্র ২ ম্যাচ হারল ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যান মডরিচরা। এরপর তাঁরা এবারের বিশ্বকাপের সেমি ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যান। এবারের বিশ্বকাপে ভাল পারফরম্যান্স দেখিয়েছে ক্রোয়েশিয়া। মরক্কোও বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছে। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছয় মরক্কো। তারপর অবশ্য আর এগোতে পারল না মরক্কো। তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচেও ক্রোয়েশিয়ার সঙ্গে দুর্দান্ত লড়াই করলেন হাকিম জিয়েচরা। তাঁদের অসাধারণ পারফরম্যান্স সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মন জয় করেছে। আফ্রিকার ফুটবলকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গেল মরক্কো। এবারের মতো বিশ্বকাপ শেষ হয়ে গেল মরক্কোর। তবে পরের বিশ্বকাপেও ভাল পারফরম্যান্সের আশায় আফ্রিকার দলটি।
আরও পড়ুন-
চোট নিয়েই খেলতে তৈরি মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে উজ্জীবিত আর্জেন্টিনা শিবির
বিশ্বকাপ ফাইনালে দলে ফিরছেন না করিম বেঞ্জেমা, জানালেন ফ্রান্সের কোচ
আমি তৈরি, চলো আর্জেন্টিনা, বিশ্বকাপ ফাইনালের আগে সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার মেসির