৪ বছর পর ইডেন গার্ডেন্সে ফিরছে আইপিএল। বৃহস্পতিবার সন্ধেয় ক্রিকেটের নন্দনকাননে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চ্যালেঞ্জ সামলাতে নামছে কলকাতা নাইট রাইডার্স। নতুন অধিনায়ক নীতীশ রানার সামনে কঠিন চ্যালেঞ্জ।
৪ বছর পর ইডেন গার্ডেন্সে ফিরছে আইপিএল। বৃহস্পতিবার সন্ধেয় ক্রিকেটের নন্দনকাননে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চ্যালেঞ্জ সামলাতে নামছে কলকাতা নাইট রাইডার্স। নতুন অধিনায়ক নীতীশ রানার সামনে কঠিন চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছে কেকেআর। দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য। ম্যাচ ঘিরে বাংলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। ইডেনের গ্যালারির একটি আসনও খালি থাকবে না। সমর্থকরা কেকেআর-এর বড় ভরসা। শব্দব্রহ্মকে হাতিয়ার করেই জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চান আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির পাশাপাশি বাংলার রঞ্জি দলের পেসার আকাশ দীপকেও সামলাতে হবে কেকেআর-এর তারকাদের। ইডেনে জমজমাট লড়াইয়ের অপেক্ষা।