ছোটখাটো সব বিষয় আমরা নির্ভর করছি ফোনের ওপর। এদিকে আবার হ্যাকিং-র সমস্যা ক্রমে বেড়ে চলেছে। মোবাইলে এই কয়টি পরিবর্তন দেখলে সতর্ক হন, হ্যাকিং হলে হতে পারে এমনটা।
বর্তমানে আমরা সকলে মোবাইল নির্ভর হয়ে পড়েছি। শপিং থেকে ব্যাাঙ্কের কাজ, বিনোদন থেকে কোনও পরীক্ষার ফর্ম ফিলআপ এই সবই করা সম্ভব স্মার্ট ফোনের দৌলতে। ছোটখাটো সব বিষয় আমরা নির্ভর করছি ফোনের ওপর। আর এই কারণে বাড়ছে জটিলতা। হ্যাকিং-র সমস্যা ক্রমে বেড়ে চলেছে। আজকাল হ্যাকাররা নানান পদ্ধতি অবলম্বন করে অনেকের ক্ষতি করছে। আজ রইল কয়টি তথ্য। মোবাইলে এমন পরিবর্তন দেখলে বুঝতে হবে আপনার ফোন হ্যাক করা হয়েছে। জেনে নিন কী কী।
গুগল যদি আপনার অ্যাকাউন্ট সাইন আউট করে তবে এটি একটি বড় লক্ষণ হতে পারে যে আপনার ফোন হ্যাক হয়েছে।
আপনি যদি ফোনে কিছু পপআপ ও বিজ্ঞাপন দেখেন যা ফোনে থাকা উচিত নয়, তবে সতর্ক হন।
আপনি যদি মনে করেন যে আপনার ফোনটি খুব ধীর গতিতে চলছে, তাহলে আপনার সতর্ক হওয়া প্রয়োজন।
আপনি যদি অনুভব করেন যে অকারণ আপনার ডিভাইস ফুল হতে শুরু করেছে কিংবা স্টোরেজ কমছে তাহলে সতর্ক হতে হবে। আপনার অজান্তে ফোনে হ্যাকাররা কিছু ডাউনলোড করছে এমনও হতে পারে।
ব্রাউজার বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাডাল্ট কন্টেন্টে দেখা গেল অবশ্যই সতর্ক হন। এমন কাজ করে থাকে হ্যাকাররা।
যদি আপনার বন্ধু বা পরিবারের কেউ এমন কোনও বার্তা পায় যা আপনি পাঠাননি তাহলে বুঝতে হবে আপনা ফোন হ্যাক হয়ে গিয়েছে।
এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে ডিভাইস সফটওয়্যারটি আপডেটেড রাখুন। গুগল প্লে ছাড়া অন্য কোনও অ্যাপ ইনস্টল করবেন না। ইন্টারনেটে পাওযা APK গুলোও ইনস্টল না করাই ভালো। অর্থপ্রদত্ত অ্যাপগুলো যদি কোনও ওয়েবসাইটে বিনামূল্যে পাওয়া যায় তবে আপনারা সেগুলো ইনস্টল করবেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
এবার কোপে চিনা ওয়েবসাইট, ১০০টিরও বেশি চিনা ওয়েবসাইট নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু ভারত সরকারের
'প্রতিদ্বন্দ্বিতা নয়, বাস্তব জীবনে একাধিক প্রয়োগে ভারত এআই ব্যবহার করছে' মন্তব্য রাজীব চন্দ্রশেখরের