এখন প্রশ্ন হল মোট কত আয় হয় মাসে। প্রকাশ্যে আসা একটি রিপোর্ট বলছে, আপনি ঠিক ঠাক অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারলে মাসে ১ হাজার ভিজিটর থেকেই ৫০ থেকে ২৫০ ডলার ইনকাম হবে। স্পনসর পোস্টে আয় ১২ ডলার। সব মিলিয়ে মাত্র ১ হাজার ভিউ হলে মোট উপার্জন ৬৩ থেকে ২৬৬ ডলার। অর্থাৎ ৫,৩২০ টাকা থেকে ২২,৪৬৩ টাকা পর্যন্ত আয় হয়।