নদীয়ার চাপড়ার হৃদয়পুরে ভারত-বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য পেল সীমান্ত রক্ষী বাহিনি। রবিবার কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার সময় বুদ্ধদেব বিশ্বাস নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে বিএসএফ-এর ৮১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে মার্কিন ডলার ও সোনার বিস্কুট। বিএসএপ-এর তরফে জানানো হয়েছে ৩৭২ টি ১০০ ডলার বিল এবং ৮ টি সোনার বিস্কুট সহ মোট ১০২৯ গ্রাম সোনা মিলেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩৬১০৭৬৬১ টাকা।