জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক উমা। খোলামেলা পুজোর আড্ডায় মুখোমুখি উমা‐আলিয়া। পর্দায় দু'জনের সম্পর্ক খুনসুটির হলেও বাস্তবে দু'জনে খুব ভালো বন্ধু। দু'জনের বন্ধুত্বের সম্পর্ক ধরা দিল এশিয়ানেটের ক্যামেরায়। খেতে খেতেই আড্ডায় মজলেন দু'জনে। আলিয়া অর্থাৎ শ্রীতমা যে খেতে ভালোবাসে তা বেশ বোঝাগেল। অন্যদিকে ঘুমতে ভালোবাসে উমা। পুজোয় পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করে শিঞ্জিনী অর্থাৎ উমা। আড্ডার ফাঁকেই উমাকে খাইয়ে দিতেও দেখা গেল আলিয়াকে।
জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক উমা। খোলামেলা পুজোর আড্ডায় মুখোমুখি উমা‐আলিয়া। পর্দায় দু'জনের সম্পর্ক খুনসুটির হলেও বাস্তবে দু'জনে খুব ভালো বন্ধু। দু'জনের বন্ধুত্বের সম্পর্ক ধরা দিল এশিয়ানেটের ক্যামেরায়। খেতে খেতেই আড্ডায় মজলেন দু'জনে। আলিয়া অর্থাৎ শ্রীতমা যে খেতে ভালোবাসে তা বেশ বোঝাগেল। অন্যদিকে ঘুমতে ভালোবাসে উমা। পুজোয় পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করে শিঞ্জিনী অর্থাৎ উমা। আড্ডার ফাঁকেই উমাকে খাইয়ে দিতেও দেখা গেল আলিয়াকে।