মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এক হলেন টলি তারকারা, দেখুন ভিডিও

swaralipi dasgupta | Jul 24 2019, 05:45 PM IST / Updated: Jul 24 2019, 05:45 PM IST

উত্তম কুমারের ৪০ তম প্রয়াণ দিবস উপলক্ষে এক হলেন টলি তারকারা। টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে মহানায়কের মূর্তির সামনে একটি স্মরণসভার আয়োজন করা হয়।

উত্তম কুমারের ৪০ তম প্রয়াণ দিবস উপলক্ষে এক হলেন টলি তারকারা। টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে মহানায়কের মূর্তির সামনে একটি স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, পরিচালক অশোক বিশ্বনাথন, অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবিকা মুখোপাধ্যায়, রোমি চৌধুরী, পিয়া সেনগুপ্ত-সহ বহু শিল্পী, কলাকুশলীরা এবং উত্তম কুমার অনুরাগীরা। উপস্থিত বিশিষ্টজনরা উত্তম কুমারের মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে, মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাডা়ও এদিন সকাল থেকেই টলি তারকারা মহানায়কের প্রতি সোশ্য়াল মিডিয়াতেও শ্রদ্ধা জানিয়েছেন। 

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও