একেবারে ভিন্ন ধারার প্রেমের গল্প নিয়ে আগামীকাল অর্থাৎ ২৯ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক চিরদিনই আমি যে তোমার। প্রতি সোমবার থেকে শনিবার সন্ধে ৬.৩০টায় দেখা যাবে রণদীপ ও অনুরাধার প্রেমের গল্প। অভিনয় করেছেন, শারলি মোদক, শৌভিক বন্দ্য়োপাধ্যায়, তুলিকা বসু, রেশমি সেন-সহ আরও অনেকে।
একেবারে ভিন্ন ধারার প্রেমের গল্প নিয়ে আগামীকাল অর্থাৎ ২৯ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক চিরদিনই আমি যে তোমার। প্রতি সোমবার থেকে শনিবার সন্ধে ৬.৩০টায় দেখা যাবে রণদীপ ও অনুরাধার প্রেমের গল্প। অভিনয় করেছেন, শারলি মোদক, শৌভিক বন্দ্য়োপাধ্যায়, তুলিকা বসু, রেশমি সেন-সহ আরও অনেকে। ধারাবাহিকে অনুরাধা বোলপুরের একটি মেয়ে। প্রথমে শৌভিকের সঙ্গে বিয়ে হলেও দুজনের প্রেম হয় পরে। শৌভিক এক আদর্শ ছেলে ও স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন বলে জানিয়েছেন। বাংলা ধারাবাহিকে আদর্শবাদী নারী চরিত্রের অভাব নেই। কিন্তু এত আদর্শবাদী নায়ক আগে বাংলা টেলিভিশনের দর্শকরা দেখেননি বলেই মনে করছেন শৌভিক। বয়হুড ও নিশপাল রানের যৌথ প্রযোজনায় এই ধারবাহিক পরিচালনা করেছেন তুহিন ঘোষ।