চোখের নিমেশে বদলাচ্ছে পোশাক। লাল হট ড্রেসে ক্যামেরায় ধরা দিলেন মোনালিসা। শর্ট ড্রেসে নজর কাড়লেন অভিনেত্রী।
হামেশাই মোনালিসাকে দেখা যায় হট ড্রেসে। কখনও বিকিনি পরে পুলের ধারে নজর কাড়েন, কখনও আবার তাঁকে রোম্যান্স করতে। এর আগেও লাল পোশাকে নজর কাড়তে দেখা গিয়েছে তাঁকে। আবারও এক নতুন ভিডিও শেয়ার করেছেন মোনালিসা। ভিডিওয় দেখাযাচ্ছে চোখের নিমেশে বদলাচ্ছে পোশাক। লাল হট ড্রেসে ক্যামেরায় ধরা দিলেন মোনালিসা। শর্ট ড্রেসে নজর কাড়লেন অভিনেত্রী। ভিডিওয় প্রথমে মোনালিসাকে দেখা যায় একটি কালো টপের সঙ্গে কালো প্যান্টে। তারপরেই মোনালিসা লাফিয়ে পড়ে সোফায়। আর লাফিয়ে পড়তেই নিমেশের মধ্যে বদলে যায় তাঁর পোশাক। ভিডিওটিতে রয়েছে ৪১ হাজারেরও বেশি লাইক এবং ৪০০রও বেশি কমেন্ট। ভিডিওটিতে যেন ভালোবাসার বন্যা বইছে। অধিকাংশ মানুষই ভিডিওটি দেখে হার্ড সাইন দিয়েছেন। অনেকে আবার কমেন্টে তাঁকে বিউটি কুইনও বলেছেন। এছাড়াও আরও অনেকেই নানান ধরনের কমেন্ট করেছেন ভিডিওটিতে। তাঁর এই আকর্ষণীয় ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের।