আবারও এক অদ্ভূত পোশাকে ভাইরাল উরফি জাভেদ। উরফি এবার সারা শরীর ঢাকলেন নিজের ছবিতেই। নতুনত্ব এক পোশাকে দেখা গেল এবার তাঁকে। ভিডিওটি পোস্ট হতে না হতেই ভাইরাল নেট দুনিয়ায়।
এতদিন নানান পোশাকে দেখা গিয়েছে উরফি জাভেদকে। অবাক করা সব পোশাকে বারবার নজর কেড়েছে বলিউডের এই সুন্দরী। পোশাকের জন্য বিতর্কও জড়িয়েছেন বহুবার। এমন কথাও তাঁকে শুনতে হয়েছে যে তিনি জনপ্রিয়তা পাওয়ার জন্যই নাকি এমনটা করেন। তবে এবার আরও এক অদ্ভূত পোশাকে নজর কেড়েছেন উরফি। এবার তাঁকে এককথায় পোশাকে নয় ছবি পরে দেখা গেল। তবে তাঁর এই নতুন পোশাক ছবি দিয়ে তৈরি। বলা যেতেই পারে পোশাকে নয় উরফি এবার সারা শরীর ঢাকলেন নিজের ছবিতেই। নতুনত্ব এক পোশাকে দেখা গেল এবার তাঁকে। ভিডিওটি পোস্ট হতে না হতেই ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওয় দেখা যাচ্ছে তাঁর শরীর জুড়ে অসংখ্য ছবি। সব ছবিই তাঁরই। একটা ছবির সঙ্গে অন্য ছবিটি লাগানো রয়েছে সেফটিপিন দিয়ে। ভিডিওটি পোস্ট হওয়ার ৬ ঘন্টার মধ্যে ছবিটিতে ১ লক্ষেরও বেশি লাইক এবং ২ হাজারেরও বেশি কমেন্ট দেখা যায়। সত্যি আরও এক অদ্ভূত বেশে নেটিজেনদের নজর কাড়লেন তিনি।