করিনা কাপুরের বাড়িতে সইফ পুত্র ইব্রাহিম। কী কাজে সেখানে তিনি গিয়েছিলেন তা অবশ্য জানা যায়নি। মুম্বই বিমানবন্দরে দেখা গেল সনু নিগম -কে। সনু নিগমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। মুম্বই বিমানবন্দরে আদিত্য রায় কাপুর। এয়ারপোর্ট লুকে দেখা গেল অভিনেতাকে। কোথায় চললেন আকৃতি কক্কর। মুম্বই বিমানবন্দরে দেখা গেল তাঁকে। কোথা থেকে মুম্বই ফিরলেন হৃত্বিক। তাঁর সঙ্গে দেখা গেল তাঁর দুই পুত্রকেও। পার্পেল রঙের আকর্ষণীয় পোশাকে দেখা গেল সঞ্জনা সাঙ্ঘি -কে। মুম্বই বিমানবন্দরে ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী। হট প্যান্টের সঙ্গে মানানসই টপ। বান্দ্রার এক বিউটে পার্লারে দেখা গেল আলিয়া ভাট -কে।
করিনা কাপুরের বাড়িতে সইফ পুত্র ইব্রাহিম। কী কাজে সেখানে তিনি গিয়েছিলেন তা অবশ্য জানা যায়নি। মুম্বই বিমানবন্দরে দেখা গেল সনু নিগম -কে। সনু নিগমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। মুম্বই বিমানবন্দরে আদিত্য রায় কাপুর। এয়ারপোর্ট লুকে দেখা গেল অভিনেতাকে। কোথায় চললেন আকৃতি কক্কর। মুম্বই বিমানবন্দরে দেখা গেল তাঁকে। কোথা থেকে মুম্বই ফিরলেন হৃত্বিক। তাঁর সঙ্গে দেখা গেল তাঁর দুই পুত্রকেও। পার্পেল রঙের আকর্ষণীয় পোশাকে দেখা গেল সঞ্জনা সাঙ্ঘি -কে। মুম্বই বিমানবন্দরে ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী। হট প্যান্টের সঙ্গে মানানসই টপ। বান্দ্রার এক বিউটে পার্লারে দেখা গেল আলিয়া ভাট -কে।