অমিতাভের দেহে করোনা, খবর পাওয়ার মুহূর্তেই তোলপাড় হয়েছিল নেট-দুনিয়া। অভিনেতোর আরোগ্য কামনায় বার্তা ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র। হাসপাতালের বিছানাতে শুয়েই তা নজর কাড়ে বিগ-বির।
অমিতাভের দেহে করোনা, খবর পাওয়ার মুহূর্তেই তোলপাড় হয়েছিল নেট-দুনিয়া। অভিনেতোর আরোগ্য কামনায় বার্তা ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র। হাসপাতালের বিছানাতে শুয়েই তা নজর কাড়ে বিগ-বির। কেবল তিনিই নন, সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ঐশ্বর্য, আরাধ্যা ও অভিষেক। সকলের দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পাতা ভরিয়ে তোলেন ভক্তরা।
ভক্তদের এই ভালোবাসা ও আশীর্বাদ পেয়েই ধন্য অমিতাভ ও তাঁর পরিবার। সকলকে ধন্যবাদ জানিয়ে একাধিক পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। হাত জোড়ে জানান এটাই তাঁর পরম পাওয়া। বর্তমানে অভিনেতার স্বাস্থ্যের অবস্থার উন্নতি ঘটছে, বলে হাসপাতাল সূত্রে খবর।