জন্মদিন সবার কাছেই এক বিশেষ দিন। এই দিনটা বিশেষ ভাবে সবাই পালন করে। ৭ জানুয়ারি বিপাশা বসুর জন্মদিন। প্রতিবছরই এই দিনটা বিশেষ ভাবে পালন করেন অভিনেত্রী। এবছরও তার অন্যথা হল না। মধ্যরাতে কেক কেটে জন্মদিন পালন বিপাশার।
জন্মদিন সবার কাছেই এক বিশেষ দিন। এই দিনটা বিশেষ ভাবে সবাই পালন করে। ৭ জানুয়ারি বিপাশা বসুর জন্মদিন। প্রতিবছরই এই দিনটা বিশেষ ভাবে পালন করেন অভিনেত্রী। এবছরও তার অন্যথা হল না। মধ্যরাতে কেক কেটে জন্মদিন পালন বিপাশার। বিপাশার সঙ্গেই ছিলেন স্বামী করণও। কেক কাটতে কাটতেই ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন। জন্মদিনের আনন্দে মজছেন বিপাশা বসু। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এসেছে এই ভিডিও। বিপাশা যখন কেক কাটছেন তখন করণকে হ্যাপি বার্থডেও বলতে শোনা গিয়েছে। একটা নয় দুটো কেক কাটতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। শুধু কেক কেটেই আনন্দই নয় বেলুন নিয়ে দুই তারকাকে মজা করতেও দেখা গিয়েছে। এই সব ভিডিও শেয়ার করেছেন বিপাশা বসু। অন্যদিকে, করণ সোশ্যাল মিডিয়ায় বিপাশাকে নিয়ে একটি বিশেষ ভিডিও বানিয়ে তাতে শুভ জন্মদিন লিখে তা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।