ফের নক্ষত্রপতন বিনোদন জগতে। সুর সম্রাজ্ঞীর মৃত্যুর রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি কেউই। আবারও আরও এক নক্ষত্রপতন, প্রয়াত প্রবীণ কুমার সবতি। বিআর চোপড়া পরিচালিত মহাভারত-এ ভীম হয়েছিলেন তিনি।
ফের নক্ষত্রপতন বিনোদন জগতে। সুর সম্রাজ্ঞীর মৃত্যুর রেশ এখনও কাটেনা। এরই মাঝে আবারও আরও এক নক্ষত্রপতন। প্রয়াত জনপ্রিয় মেগা সিরিয়াল মহাভারত-এর ভীম প্রবীণকুমার সবতি। সোমবার রাত সাড়ে ৯ টায় দিল্লিতেই নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন মহাভারত-এর ভীম। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে। বি আর চোপড়া পরিচালিত জনপ্রিয় সিরিয়াল মহাভারত-এ ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীণ কুমার। তবে প্রবীণ কুমার হিসেবে নয়, বরং এই চরিত্রের জন্য ভীম নামেই সকলের কাছে বেশি পরিচিত ছিলেন অভিনেতা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীন কুমার। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৪ বছর। অভিনেতার মৃত্যুতে সকলেই শোকাহত। মহাভারত-এ ভীমের চরিত্রে প্রবীণ কুমারকে সকলের মনে ধরেছিল। এই ধারাবাহিকই তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। নিজের অভিনয় দক্ষতা দিয়েই ভীমকে জীবন্ত করে তুলেছিলেন প্রবীণ কুমার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত।