নিজেকে ফিট রাখতে কী করেন পূজা। নিজের শরীরচর্চার ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। শুধু শরীরচর্চাই নয় রাকমারি রিলে নজর কাড়ছেন তিনি। কখনও তাঁকে দেখা যাচ্ছে একান্তে সময় কাটাতে। সমুদ্র তটে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে।
নিজেকে ফিট রাখতে কী করেন পূজা। নিজের শরীরচর্চার ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। শুধু শরীরচর্চাই নয় রাকমারি রিলে নজর কাড়ছেন তিনি। কখনও তাঁকে দেখা যাচ্ছে একান্তে সময় কাটাতে। সমুদ্র তটে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার চোখের পলকে বদলে যাচ্ছে পোশাক। হট ড্রেসে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন তিনি। ব়্যাম্প ওয়াকের আগে প্রস্তুত হতেও দেখা গিয়েছে তাঁকে। আকর্ষণীয় সাজে সেজে উঠতে দেখা গিয়েছে তাঁকে। অসাধারণ এক লুকে নজর কেড়েছেন নেটাগরিকদের। অন্যদিকে, প্রভাস, পূজা হেগড়ে অভিনীত ছবি ‘রাধেশ্যাম’ এখন মুক্তির অপেক্ষায়। এই ছবির দিকে তাকিয়ে আছেন এখন সব সিনে প্রেমীরা। প্রভাসের ভক্তরা এখন এই ছবির দিকেই তাকিয়ে রয়েছে। অন্যদিকে পূজার ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। ১৪ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘রাধেশ্যাম’। তবে করোনা পরিস্থিতিতে ছবি মুক্তির দিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও ওড়াতে পারছেন না অনেকেই। তবে এখন এই বলি সুন্দরীর রিলেই মজে রয়েছে নেটাগরিকরা।