দিশার আদরের পোষ্য ভয় দেখানোর কঠিন শাস্তি দিলেন তিনি নিজেই। মারতে মারতে এক ব্যক্তিকে আধমরা করে ফেললেন দিশা। সোশ্যাল মিডিয়ার হাত ধরে এবার এমনই ভিডিও সামনে এল।
দিশা পাটানি যে পশুপ্রেমী, তা দিশার সোশ্যাল মিডিয়া ফলো করলেই বেশ বোঝা যায়। এছাড়াও আর পাঁচ জন তারকার মতোই দিশা পাটানি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। হামেশাই তাঁর নানান ছবি সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে। অধিকাংশ সময়েই তাঁকে দেখা যায় শরীরচর্চা করতে। এবার তবে তাঁকে দেখা গেল অন্যভাবে। দিশার আদরের পোষ্যকে ভয় দেখানোর কঠিন শাস্তি দিলেন তিনি নিজেই। দিশা আগেও তাঁর এই পোষ্যর ভিডিও শেয়ার করেছেন। তবে এবার পোষ্যকে নিয়ে একেবারে অন্যরকমের ভিডিও শেয়ার করলেন তিনি। মারতে মারতে এক ব্যক্তিকে আধমরা করে ফেললেন দিশা। সোশ্যাল মিডিয়ার হাত ধরে এবার এমনই ভিডিও সামনে এল। ভিডিওয় দেখা গিয়েছে তাঁর আদরের পোষ্যকে ভয় দেখাচ্ছে এক ব্যক্তি। দিশার চোখে এই ঘটনা পড়তেই ওই ব্যক্তিকে মারতে শুরু করেন দিশা। মারতে মারতে তাঁকে প্রায় আধমরা করে ফেলেন বলি সুন্দরী। তাঁর পোষ্যকে বিরক্ত করলে তিনি এমনটাই করবেন বলেও জানিয়েছেন।