অভিনয় ছাড়াও একাধিক শখ ছিল সুশান্ত সিং রাজপুত -এর। নাচে পারদর্শী ছিলেন এই তরুণ অভিনেতা। শুধু নাচই নয় গিটারও বাজাতে পারতেন সুশান্ত। অবসর সময়ে বই পড়তে ভালোবাসতেন তিনি। মহাশূন্যে ওড়ার স্বপ্ন দেখতেন সুশান্ত। একসময় মহাকাশচারী হতে চেয়েছিলেন তিনি। তাই ঘর সাজিয়েছিলেন টেলিস্কোপ দিয়ে। এই সব ফেলে না ফেরার দেশে হারিয়ে গিয়েছেন সুশান্ত। মৃত্যুর এক বছর পূর্ণ হলেও তাঁর ভক্তদের কাছে তিনি আজও অমর। তাঁর অভিনয় আজও তাঁকে বাঁচিয়ে রেখেছে মানুষের মনে। না ফেরার দেশে হারিয়ে গিয়েও চির অমর হয়ে থাকবেন সুশান্ত সিং রাজপুত।