লকডাউনের বাজারে এখন ওয়েব সিরিজের রমরমা। আর সেই রমরমায় প্রবল আধিপত্য বিস্তার করেছে বন্দিশ ব্যান্ডিটস। অভিনয়ে নাসিরুদ্দিন শাহ, অতুল কুলকার্নি থেকে এক ঝাঁক নতুন মুখ। যার অন্যতম ঋত্বিক ভৌমিক এবং শ্রেয়া চৌধুরী। আর অবশ্যই এই ওয়েব সিরিজে বাড়তি পাওনা শঙ্কর-এহসান-লয়-এর মিউজিক। বহুদিন বাদে এমন এক কাজ করেছেন শঙ্কর-এহসান-লয় যা মন ছুঁয়ে গিয়েছে সকলের। তবে, এত সব তারকার মধ্যে অভিনয় গুণে সকলের প্রশংসা আদায় করে নিয়েছেন ঋত্বিক ভৌমিক এবং শ্রেয়া চৌধুরী। বেশ কয়েক বছর হল অভিনয় জগতে পা রেখেছেন ঋত্বিক। তবে বন্দিশ ব্যান্ডিটস তাঁর প্রথম বড় প্রোডাকশনের কাজ। দিন-রাত হাড়ভাঙা পরিশ্রম করেছেন রাধে নামক চরিত্রের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে। নিতে হয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। ২০১৮ সালে শুরু হয়েছিল বন্দিশ ব্যান্ডিটস-এর শ্যুটিং। শ্যুটিং শেষ হতে হতে লেগে যায় ২০১৯-এর অক্টোবর। এরপর এডিটিং-এর কাজ শুরু হতে না হতেই চলে আসে লকডাউন। ফলে, বন্দিশ ব্যান্ডিটস-এর ফাইনাল কাট দেখা হয়নি ঋত্বিক, শ্রেয়াদের। অন্য দর্শকদের মতো তাঁরা অ্যামাজন প্রাইমে মুক্তির দিন তা দেখতে পান। আপাতত রাতারাতি তারকায় পরিণত হয়েছেন ঋত্বিক।