মেয়েকে সঙ্গে নিয়ে বিউটি পার্লারে কাজল। বহুদিন পরে দেখা গেল অভিনেত্রীকে। জিম সেরে কি বাড়ি ফিরলেন সানায়া কাপুর। অন্ধেরির বাড়িতে দেখা গেল সঞ্জয় কাপুর কন্যা- কে। রাহুল বৈদ্য -র সঙ্গে স্ত্রী দীশা পারমার। মুম্বইয়ের রেস্তোরাঁর সামনে দেখা গেল সেলেব দম্পতীকে। ফারহা খান -কে দেখা গেল এক বিউটি পার্লারের সামনে। কোনও দিকে না তাকিয়েই সোজা ঢুকে গেলেন পার্লারে। পরনে সাদা কুর্তির সেট, একেবারে ছিমছাম সাজ। ক্যামেরায় ধরা দিলেন বলি সুন্দরী সারা আলি। নিজেই গাড়ি চালিয়ে কোথায় চললেন হার্দিক পান্ডিয়া। বিমান বন্দরে দেখা গেল ক্রিকেট তারকাকে। লঞ্চ করেছে 'বেল বটম' ছবির ট্রেলর। কেক কেটে আনন্দে মাতলেন ছবির অক্ষয়-বাণী। পরনে ক্রপ টপ -এর সঙ্গে সাদা হট প্যান্ট। শরীরচর্চা করতে জিমের দিকে ছুটলেন জাহ্নবী কাপুর।
মেয়েকে সঙ্গে নিয়ে বিউটি পার্লারে কাজল। বহুদিন পরে দেখা গেল অভিনেত্রীকে। জিম সেরে কি বাড়ি ফিরলেন সানায়া কাপুর। অন্ধেরির বাড়িতে দেখা গেল সঞ্জয় কাপুর কন্যা- কে। রাহুল বৈদ্য -র সঙ্গে স্ত্রী দীশা পারমার। মুম্বইয়ের রেস্তোরাঁর সামনে দেখা গেল সেলেব দম্পতীকে। ফারহা খান -কে দেখা গেল এক বিউটি পার্লারের সামনে। কোনও দিকে না তাকিয়েই সোজা ঢুকে গেলেন পার্লারে। পরনে সাদা কুর্তির সেট, একেবারে ছিমছাম সাজ। ক্যামেরায় ধরা দিলেন বলি সুন্দরী সারা আলি। নিজেই গাড়ি চালিয়ে কোথায় চললেন হার্দিক পান্ডিয়া। বিমান বন্দরে দেখা গেল ক্রিকেট তারকাকে। লঞ্চ করেছে 'বেল বটম' ছবির ট্রেলর। কেক কেটে আনন্দে মাতলেন ছবির অক্ষয়-বাণী। পরনে ক্রপ টপ -এর সঙ্গে সাদা হট প্যান্ট। শরীরচর্চা করতে জিমের দিকে ছুটলেন জাহ্নবী কাপুর।