মুখোমুখি আড্ডায় অকপট কৌশিক-গুড্ডু। সদ্যই তাঁদের গান 'তেরি আদা' বেশ জনপ্রিয় হয়েছে। একের পর এক বলিউড রোমান্টিক হিটস কৌশিক-গুড্ডুর। ১ কোটিরও বেশি ভিউ পেয়েছে তাঁদের এই গান। এই গানে গলা দিয়েছেন মোহিত চৌহান ও সৌম্য উপাধ্যায়।
মুখোমুখি আড্ডায় অকপট কৌশিক-গুড্ডু। বলিউডে বহু গানের মিউজ্যিক ডিরেক্টরের কাজ করেছেন কৌশিক-গুড্ডু। বাংলার ছেলে কৌশিক-গুড্ডু এখন বেশ জনপ্রিয় বলিউডে। সদ্যই তাঁদের গান 'তেরি আদা' বেশ জনপ্রিয় হয়েছে। একের পর এক বলিউড রোমান্টিক হিটস কৌশিক-গুড্ডুর। ১ কোটিরও বেশি ভিউ পেয়েছে তাঁদের নতুন গান তেরি আদা। খুব অল্প সময়ের মধ্যেই সবার মন জয় করে নিয়েছে এই গান। এই গানে গলা দিয়েছেন মোহিত চৌহান ও সৌম্য উপাধ্যায়। ভিডিও সং-এ অভিনয় করেছেন মোহাসিন খান ও শিভাঙ্গি জোশী। আরও নতুন গান খুব শীঘ্রই আসতে চলেছে, জানালেন কৌশিক-গুড্ডু। হাতে অনেক বড় বড় কাজ রয়েছে তাঁদের, জানালেন সে কথাও। পাশাপাশি তাঁরা এও জানালেন, কলকাতায় পরিশ্রম অনেক বেশি তবে কাজ করার বেশি জায়গা নেই অন্যদিকে মুম্বইয়ে কাজের সুযোগ অনেক বেশি। মুম্বইয়ে বা বলিউডে এক্সপেরিমেন্ট করার অনেক সুযোগ রয়েছে বলেই মনে করেন কৌশিক-গুড্ডু।