সপরিবারে শিবরাত্রি পালন করলেন কুণাল খেমু। স্ত্রী সোহাআলি ও কন্যাকেও দেখা গেল তাঁর সঙ্গে। শঙ্খ বাজাতেও দেখা গিয়েছে অভিনেতাকে। কন্যা ইনায়াকে দেখা গিয়েছে পুজো করতে। সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও।
শিবরাত্রির উৎসবে মেতেছে গোটা দেশের মানুষ। প্রতি বছর এই দিনটা বিশেষ ভাবে পালন করে থাকেন সকলে। সবাই ঘরে ঘরে শিবের জন্য উপবাস রাখেন। কেউ মন্দিরে গিয়ে, কেউ আবার ঘরেই শিবেরা মাথায় জল ঢালেন। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত শিব মন্দির সেজে ওঠে এই বিশেষ দিনে। অনেক তারকাই এই দিনে শিব পুজো করেন। এবার সপরিবারে শিবরাত্রি পালন করলেন কুণাল খেমু। স্ত্রী সোহাআলি ও কন্যাকেও দেখা গেল তাঁর সঙ্গে। শঙ্খ বাজাতেও দেখা গিয়েছে অভিনেতাকে। কন্যা ইনায়াকে দেখা গিয়েছে পুজো করতে। সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। সবাই মিলেই শিবের পুজো করলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় শিব পুজোর একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানেই দেখা গিয়েছে। কীভাবে তাঁরা শিবের পুজো করেন। তাঁদের পরিবারের সবাই যে শিব ভক্ত তা বেশ বোঝা গিয়েছে এই ভিডিও দেখেই। সবাই মিলেই পুজোর কাজে হাত লাগিয়েছেন, আর সেই ছবি ক্যামেরাবন্দি হয়েছে।