মাত্র কয়েকটি সিনেমা করেই বলিউডের নিজের জায়গা করে নিয়েছে নুসরত ভরুচা। এবার এই নুসরতকেই দেখা যাবে মেডিক্যাল স্টোরে কন্ডোম বিক্রি করতে। অনেকেরই কথাটা শুনে চোখ কপালে উঠেছে। কিন্তু এটাই সত্যি।
মাত্র কয়েকটি সিনেমা করেই বলিউডের নিজের জায়গা করে নিয়েছে নুসরত ভরুচা। এবার এই নুসরতকেই দেখা যাবে মেডিক্যাল স্টোরে কন্ডোম বিক্রি করতে। অনেকেরই কথাটা শুনে চোখ কপালে উঠেছে। কিন্তু এটাই সত্যি। এবার প্রকাশ্য রাস্তায় ঘুরে কিংবা মেডিক্যাল স্টোরে গিয়ে কন্ডোম বিক্রি করতে চলেছেন নুসরত। তবে বাস্তবে না হলেও রূপোলি পর্দার দৌলতে এমন কাজই করতে চলেছেন এই বলি নায়িকা। সম্প্রতি নুসরতের আসন্ন ছবি 'জনহিত মে জারি' টিজার ও অফিসিয়াল পোস্টার সামনে এসেছে, যেখানে কন্ডোম সেলস এক্সিকিউটিভের চরিত্রে দেখা যাচ্ছে নুসরতকে, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। 'জনহিত মে জারি'-র টিজার প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে পড়েছেন নুসরত ভরুচা। ইনস্টাগ্রামে এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। এবার এই বিতর্কেরই যোগ্য জবাব দিলেন নুসরত ভরুচা। পরিচালক রাজ সান্ডিল্যর এই ছবিতে একেবার ভিন্ন চরিত্রে দেখা যাবে নুসরত ভরুচাকে। 'প্যায়ার কা পাঞ্চনামা'-খ্যাত অভিনেত্রীকে 'জনহিত মে জারি'- ছবিতে কন্ডোম সেলস এক্সিকিউটিভের চরিত্রে দেখে যাবে। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। তবে একেবারে ভিন্ন ধাঁচের এই ছবি দর্শকদের মন কাড়তে পারে কী না সেটাই এখন দেখার।