সম্প্রতি রাসিকা দুগল এবং পূরব কোহলির নতুন ওয়েব সিরিজ আউট অফ লাভ মুক্তি পেয়েছে। ডাক্টার মীরা কাপুরের ভূমিকায় অভিনয় করেছেন রাসিকা দুগল এবং আক্রশ কাপুরের ভূমিকায় অভিনয় করেছেন পূরব কোহলি। যেখানে আক্রশ কাপুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক চিড় ধরাবে, তাদের সুখী দাম্পত্য়ে। আসলে যেকোনও গল্পই তো জীবন থেকেই উঠে আসে। তাই সেই সম্পর্কের সুক্ষদিকগুলিকে যত্ন না করলে ভেঙে চুরমার হয়ে যেতে বহুদিনের সম্পর্ক।বিবাহ বহির্ভূত সম্পর্ক কী একে বারেই অস্বাভাবিক, সম্পর্কের জটিল পরিস্থিতে কী করা উচিত। এটা নিয়েই আউট অফ লাভ-এর চরিত্রের বাইরে এসে শহর কলকাতায়, রাসিকা দুগল ও পূরব কোহলি মন খুললেন আমাদের সংবাদমাধ্য়মের কাছে। পূরব কোহলি জানালেন, বিবাহ বহির্ভূত সম্পর্ক কখনই অস্বাভাবিক নয়। এটা যে কারও সঙ্গেই হতে পারে। কিন্তু তা লোকানোও উচিত নয়। সৎভাবে সবসময় তার মুখোমুখি করা উচিত। স্বামী-স্ত্রীর যে তরফের এই বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হোক না কেন, তাদের পরস্পরের সঙ্গে আলোচনা করা উচিত।সমস্য়াটার গভীরে গিয়ে তার কারন খোঁজা উচিত। অপরদিকে রাসিকা দুগল জানালেন যে, যেকোনও সম্পর্কের মধ্য়ে বিশ্বাসটাই আসল কথা। তাই সেটার প্রতি সবার আগে যত্ন নেওয়া উচিত। আউট অব লাভ ওয়েব সিরিজের গল্পের শুরু সুখী দাম্পত্য় জীবন দিয়েই। যেখানে ৩৭ বছরের রাসিকা দুগল দৃঢ় মনষ্ক ও সফল একজন মানুষ। তাদের ১২ বছরের একটি ছেলেও আছে। কিন্তু সেই দীর্ঘ দিনের ভালবাসার সম্পর্কেই ঘূণ ধরে। হঠাৎ একদিন মীরা জানতে পারে তার স্বামী আক্রশ কাপুরের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। তারপরই গল্পে নতুন মোড় আসে। এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন টিগমাংশু ধুলিয়া এবং আইযাজ খান। প্রযোজনা করেছেন, বিবিসি স্টুডিও।