আইফার রেড কার্পেটে সলমন-দীপিকা
নজর কাড়া উপস্থিতিতে মুগ্ধ দর্শক
সেরা অভিনেতা রণবীর সিং
সেরা অভিনেত্রী আলিয়া ভাট
বুধবার আইফার রেড কার্পেট জুরে কেবলই সেলিব্রিটিদের ঢল। ফ্যাশন স্টেটমেন্ট-এ একে অন্যকে টেক্কা দেওয়ার পাল্লা। তবে সকলকে ছাপিয়ে গেলেন দীপিকা পাড়ুকোন ও সলমন খান। তাঁদের উপস্থিতিই যেন বিশেষ করে নজর কাড়ল সকলের। ফেদার কস্টিউমে দীপিকা ও নীল স্যুটে সলমন খান, পোজ দিয়ে মাতিয়ে দিলেন আইফার সন্ধ্যে।
অন্যদিকে স্টেজে বাজিমাত করলেন রণবীর সিং, আলিয়া ভাট, সারা আলি খান। রণবীর সিং পদ্মাবত ছবির জন্য পেলেন সেরা অভিনেতার পুরষ্কার। একই ভাবে রাজি ছবির জন্য আলিয়া ভাট পেলেন সেরা অভিনেত্রীর পুরষ্কার। ডেবিউ করে নজর কাড়লেন সারা আলি খান, জাহৃবীকে পেছনে ঠেলে সেরার শিরোপা তাঁর।