সম্প্রতি মলদ্বীপে গিয়েছিলেন সারা আলি খান। সেখান থেকেই একের পর এক ছবিও শেয়ার করেন তিনি। সাহসী পোশাক সেখানে দেখা গিয়েছে তাঁকে। এখন এই মলদ্বীপের স্মৃতিতেই মজে রয়েছেন সারা।
মালদ্বীপ যেন এক স্বপ্নের দেশ। নীল সমুদ্র দিয়ে ঘেরা এই মলদ্বীপ। কমবেশি সকলেরই পছন্দের জায়গা মালদ্বীপ। বলি তারকাদেরও যে পছন্দের ডেস্টিনেশন এই মালদ্বীপ তা বলাই যায়। মাঝে মধ্যেই তারকাদের সেখানে ছুটি কাটাতে যেতে দেখা যায়। সম্প্রতি মলদ্বীপে গিয়েছিলেন সারা আলি খান। সেখান থেকেই একের পর এক ছবিও শেয়ার করেন তিনি। সাহসী পোশাক সেখানে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবীরাও। সবাই মিলে তাঁরা যে সেখানে চুটিয়ে আনন্দ করেছে তা ছবি দেখলেই বেশ বোঝাযায়। এখন এই মলদ্বীপের স্মৃতিতেই মজে রয়েছেন সারা। সদ্যই তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানেই তিনি জানান মলদ্বীপে কাটানো মুহূর্ত মিস করছেন তিনি। সেখানে গিয়ে তিনি যে কতটা মজা করেছিলেন সেই ছবি উঠে আসে। কখনও সেখানে তাঁকে দেখা গিয়েছে সাইকেল চালাতে। কখনও আবার তাঁকে দেখা গিয়েছে দোলনায় শুয়ে সময় কাটাতে।