রেড কার্পেটে হাটার সময় গৌরীর গাউনের একাংশ ধরে হাঁটতে শুরু করেন শাহরুখ। ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লস অ্যাঞ্জেলসে পুল সাইডে সময় কাটানোর ছবিও শেয়ার করেছিলেন কিং খান নিজেই। অভিনেতা হিসেবে নয়, এবার পরিচালকের আসনে বসতে চলেছেন শাহরুখ।
একটি প্রসাধনী সংস্থার অনুষ্ঠানে স্ত্রী গৌরী খানকে নিয়ে হাজির হয়েছেন শাহরুখ। অনুষ্ঠানের রেড কার্পেটে হাটার সময় গৌরীর গাউনের একাংশ মাটিতে পড়ে যায়। আর সেটা দেখা মাত্রই শাহরুখ তড়িঘড়ি করে মাটি থেকে সেটা তুলে নিয়ে ওটাকে ধরে হাঁটতে শুরু করে। নিজের বা গৌরীর ম্যানেজারের বদলে তিনি নিজেই এই কাজটি দারুণ ভাবে সামলে নিয়েছেন। মুহূর্তের মধ্যে যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও নিয়ে এখন মেতে রয়েছে গোটা নেটদুনিয়া। স্ত্রীর প্রতি তার এই ভালবাসা দেখে অনেকেই তাদেরকে কুর্ণিশ জানিয়েছেন।