বলিউডের আরও এক পাওয়ার প্যাক স্টার কিড সানায়া কাপুর। যিনি এই মুহূর্তে বলিউডে নব প্রজন্মের নিউ সেনশেনসেশন-এর তকমা পেতে লড়াই করছেন। বলিউডে অভিষেকের জন্য গত কয়েক বছর ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন সানায়া কাপুর। সানায়ার বাবা সঞ্জয় কাপুর।
বলিউডের আরও এক পাওয়ার প্যাক স্টার কিড সানায়া কাপুর। যিনি এই মুহূর্তে বলিউডে নব প্রজন্মের নিউ সেনশেনসেশন-এর তকমা পেতে লড়াই করছেন। বলিউডে অভিষেকের জন্য গত কয়েক বছর ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন সানায়া কাপুর। সানায়ার বাবা সঞ্জয় কাপুর। যিনি আবার মাধুরী দিক্ষিতের বিপরীতে রাজা সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন। সানায়ার মা মাহিপ কাপুর। যিনি ভারতীয় বংশোদ্ভূত একজন অস্ট্রেলিয়ান। পেশায় জুয়েলারি ডিজাইনার মাহিপ। সানায়ার মা তথা সঞ্জয় কাপুরের সুন্দরী এই স্ত্রী একটা সময় বলিউডের অন্দরে প্রচুর হইচই ফেলেছিলেন। বলা হয় সানায়ার বলিউড ট্রেনিং-এর বেশিরভাগটাই হয়েছে মাহিপের তত্বাবধানে। এহেন স্টার পাওয়ার প্যাক বাবা-মা-এর সন্তান সানায়া স্বাভাবিকভাবেই স্টাইল স্টেটমেন্টে যে কাউকে চ্যালেঞ্জ ছুঁড়বেন তাতে কোনও সন্দেহ নেই। সানায়ার ক্লোজড ফ্রেন্ডস-দের মধ্যে রয়েছেন- শাহরুখ ও গৌরী খান-এর মেয়ে সুহানা খান, চাঙ্কি পাণ্ডে ও ভাবনা পাণ্ডের মেয়ে তথা বলিউড অভিনেত্রী অন্যন্যা পাণ্ডে। তথ্য বলছে এই মুহূর্তে ২৩ বছর বয়স সানায়ার। তাঁর হাইট ১৬৮ সেন্টিমিটার। ওজন ৪৬ কিলোর সামান্য কিছু বেশি। সানায়া আবার সম্প্রতি একটি অডি গাড়িও কিনেছেন। এখনও পর্যন্ত একটি সিনেমাও বলিউডে মুক্তি না পেলেও অডি কিউ সেভেন-এর মালকিন হওয়াটা আটকায়নি। যেখানে বলিউড-এর বাইরে থেকে সিনেমায় অভিনয় করতে আসাদের প্রথম ছবির আগে এমন একটা লাক্সারি কারের মালিকানা পাওয়াটা রূপকথার গল্পের মতোই লাগে। কিন্তু, বলিউডের স্টার কিডরা অন্যদের থেকে কেন এগিয়ে কেরিয়ার শুরু করেন তার অন্যতম নয়া উদাহরণ সানায়া কাপুর। জানা গিয়েছে এই গাড়ির মূল্য ৮০ লক্ষ টাকা। সানায়ার একটি নীল সুইম স্যুটের ছবি এখন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। টাইট-ফিট এই সুইম স্যুটে সানায়াকে আরও বেশি করে হট অ্যান্ড অ্যাডোরেবল লাগছে। অনেকে আবার সানায়ার এই ছবিলে ব্লু অ্যাকোয়া বেবি-র তকমাও দিয়েছেন। তবে, এহেন সুইম স্যুটের দাম একটু হলেও অবাক করবে। মাত্র সাড়ে চারহাজার টাকা। ভাইটাল স্ট্যাটিসটিক্স- ৩০-২২-৩৩। স্টার কিড হিসাবে বলিউডে কেরিয়ার করাটাও একটা বিশাল চ্যালেঞ্জের। এখন পর্যন্ত যা ঠিক তাতে সানায়া কাপুরের ডেবিউ হচ্ছে করণ জোহরের ছবি দিয়ে। ছবির নাম বেধড়ক, ইতিমধ্যেই বেধড়ক-এর পোস্টার নজর কেড়েছে সকলের। বেধড়ক-এর পোস্টারে সানায়ার লুক নজর কেড়েছে সকলের। এখন তাঁর এই নতুন ছবির জন্যই অপেক্ষায় দিন গুণছে সকলে। কারণ, এদের কাছে একটা প্রিডিফাইনড এক্সপেক্টেশন থাকে। সানায়া তাঁর সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করে বলিউডে প্রতিষ্ঠা পান- আমরাও সেই প্রার্থনা করি।