মাদক কান্ডে আরিয়ান খান সহ গ্রেফতার হয়েছেন ২ জন। সূত্রের খবর প্রথমে মোট ৮ জনকে আটক করা হয়। তাদের সবাইকেই জিজ্ঞাসাবাদও করা হয়। আটক করা হয় মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং। এছাড়াও আটক হয়েছেন মোহক জাসওয়াল, বিক্রান্ত ছোট। গোমিত চোপড়া এবং আরবাজ মার্চেন্টও আটক করা হয়। এঁদের মধ্যেই আরিয়ান সহ গ্রেফতার হয়েছেন আরও ২ জন। এঁরা সকলেই শনিবারের পার্টিতে উপস্থিত ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় এনসিবি। জানা গিয়েছে সেখানে বড়সড় রেভ পার্টির আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই আটক হন কিং খান পুত্র আরিয়ান। এনসিবি আধিকারিকরা আরিয়ানের মোবাইল ফোন স্ক্যান করবে। এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। এর আগেও একটি এমএমএস কান্ডে নাম জড়ায় আরিয়ানের। এই ঘটনা নিয়ে এখন তোলপাড় নেট দুনিয়া। ইতিমধ্যেই উকিল সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ।
মাদক কান্ডে আরিয়ান খান সহ গ্রেফতার হয়েছেন ২ জন। সূত্রের খবর প্রথমে মোট ৮ জনকে আটক করা হয়। তাদের সবাইকেই জিজ্ঞাসাবাদও করা হয়। আটক করা হয় মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং। এছাড়াও আটক হয়েছেন মোহক জাসওয়াল, বিক্রান্ত ছোট। গোমিত চোপড়া এবং আরবাজ মার্চেন্টও আটক করা হয়। এঁদের মধ্যেই আরিয়ান সহ গ্রেফতার হয়েছেন আরও ২ জন। এঁরা সকলেই শনিবারের পার্টিতে উপস্থিত ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় এনসিবি। জানা গিয়েছে সেখানে বড়সড় রেভ পার্টির আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই আটক হন কিং খান পুত্র আরিয়ান। এনসিবি আধিকারিকরা আরিয়ানের মোবাইল ফোন স্ক্যান করবে। এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। এর আগেও একটি এমএমএস কান্ডে নাম জড়ায় আরিয়ানের। এই ঘটনা নিয়ে এখন তোলপাড় নেট দুনিয়া। ইতিমধ্যেই উকিল সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ।