বি টাউনের জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল মৌনী রায়। চলতি বছরেই সূরজ নাম্বিয়ার সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। দিনে দিনে যেন আরও সাহসী হয়ে উঠছেন মৌনী। আবারও খোলামেলা পোশাকে দেখা গেল তাঁকে। দুবাইয়ের সমুদ্র তটে এবার উষ্ণতা ছড়াতে দেখা গেল তাঁকে।
বি টাউনের জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল মৌনী রায়। চলতি বছরেই সূরজ নাম্বিয়ার সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। দিনে দিনে যেন আরও সাহসী হয়ে উঠছেন মৌনী। একের পর এক সাহসী পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন তিনি। আবারও খোলামেলা পোশাকে দেখা গেল তাঁকে। দুবাইয়ের সমুদ্র তটে এবার উষ্ণতা ছড়াতে দেখা গেল তাঁকে। ফ্লোরাল ড্রেসে নজর কাড়লেন নেটাগরিকদের। শর্ট ফ্লোরাল ড্রেসে অসাধারণ দেখাচ্ছে তাঁকে। তাঁর ডিপ নেক পোশাকের ওপর দিয়ে স্পষ্ট বক্ষ বিভাজিকা। এমন পোশাকেই এবার নজর কাড়লেন মৌনী রায়। এর আগেও বিকিনিকে নজর কেড়েছিলেন বলি সুন্দরী। হাতে শাখা-পলা আর পরনে সাঁতার পোশাক, সোশ্যাল মিডিয়ায় এমন এক ছবিও দিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ছবিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। শর্ট ড্রেসে কিছু ছবিও আগে শেয়ার করেছিলেন তিনি। এবারও তেমনই এক আকর্ষণীয় পোশাকে নজর কাড়লেন তিনি।