ভারতীয় ছবিতে এক উজ্জ্বল নাম পরিচালক প্রযোজক সুভাষ ঘাই। মানুষকে বহু ভালো ছবি উপহার দিয়েছেন তিনি। ইদানিং নিজের ফিল্ম বিদ্যালয়ে বহু শিল্পীকে তৈরি করার কাজে ব্যাস্ত তিনি। তাঁর সব ছবি মশলা ফিল্ম হওয়া সত্ত্বেও একটা সামাজিক বার্তাও থেকে এসেছে তাতে। এবার শিশুশ্রম বিরোধী দিবসে তেমনই একটি ছোট ছবি তৈরি করে শিশুশ্রম বন্ধ করার বার্তা দিচ্ছেন তিনি। ছোটদের যেন তাদের শৈশব উপভোগ করতে দেওয়া হয় তাদের থেকে যেন সেটা কেড়ে না নেওয়া হয় এই ছবিটিতে এমনটাই বার্তা দিয়েছেন তিনি।