সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন, ঘোষণা ললিত মোদীর, মলদ্বীপে দুজনের ছুটি কাটানোর ছবি টুইট করেছেন ললিত মোদী |
সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন, ঘোষণা ললিত মোদীর, মলদ্বীপে দুজনের ছুটি কাটানোর ছবি টুইট করেছেন ললিত মোদী| টুইটার পোস্টে সুস্মিতাকে বেটার হাফ এবং ফ্যামিলি বলেও সম্বোধন ললিতের| শেষমেশ একটা নতুন জীবনের জন্য নতুন করে শুরু বলেও মন্তব্য করেছেন ললিত | একদিন তাঁরা দুজনে বিয়েও করবেন বলে আশা প্রকাশ করেছেন ললিত মোদী | ললিত মোদী মোট ৩টে ছবি পোস্ট করেছেন, সবকটি ছবি অতি ঘনিষ্ঠ মুহূর্তে তোলা | ললিত মোদী এখন লন্ডনে থাকেন এবং ভারতে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলা চলছে | পুলিশ এবং সরকারের খাতায় ললিত মোদী একজন পলাতক ক্রিকেট কর্তা | সুস্মিতা সেন সম্প্রতি তাঁক লিভ ইন সম্পর্ক ছেদ করেছেন এবং তিনি সিঙ্গল ছিলেন এতদিন |