ছবির শুটিং করছেন রনবীর কাপুর, সেখানেই হল এক কান্ড। শুটিংয়ের ফাঁকে রনবীরকে প্রেম নিবেদন করলেন এক যুবতী। পাল্টা জবাবে রনবীরও তাঁকে আইলাভইউ ২ বলতে ছাড়লেন না। এই ভিডিওই প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। তবে সবটাই শুটিংয়ের ফাঁকে মজা করেই করেছেন তাঁরা, তা বেশ বোঝা গেল ভিডিওটি দেখে। রনবীরকে ওই যুবতী -র খুব পছন্দ তাই বন্ধুদের কথাতেই রনবীরকে প্রেম নিবেদন করেন ওই যুবতী, নিজের মুখেই সেই কথা স্বীকারও করেন।