টিম শামশেরা-র মুখোমুখি এশিয়ানেট নিউজ। মুখোমুখি রণবীর কাপুর, বাণী কাপুর, সঞ্জয় দত্ত, করণ মালহোত্রা। টিম শামশেরার সঙ্গে কথা বললেন রিচা বড়ুয়া অধিকারী। ২২ জুলাই মুক্তি পাচ্ছে সামসেরা, যশ রাজ স্টুডিওতে একান্ত সাক্ষাৎকার। শামশেরা-তে রণবীর কাপুর এক ডাকাতের চরিত্রে অভিনয় করছেন। ছবির খলনায়ক সঞ্জয় দত্ত এবং বাণী কাপুর রয়েছে নায়িকার চরিত্রে। ৪ বছর পরে বড় পর্দায় ফের মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের কোনও ছবি। Exclusive Interview with Ranbir Kapoor Vani Kapoor Starer Shamshera
শামশেরা বিগ রিলিজের এশিয়ানেট নিউজ-এর মুখোমুখি রণবীর কাপুর থেকে বাণী কাপুর, সঞ্জয় দত্ত এবং করণ মালহোত্রা। ৪ বছর পর আবার বড় পর্দায় ফিরছেন রণবীর কাপুর। সঞ্জয় দত্তের একাধিক ছবি এরমধ্যে মুক্তি পেয়েছে। শামশেরাতেও সঞ্জয় একজন খলনায়কের চরিত্রে রয়েছেন। অন্তত ছবির ট্রেলার দেখে যেটুকু অনুমান করা যাচ্ছে। বাণী কাপুর এই ছবির নায়িকা। জমজমাট অ্যাকশনের মধ্যে দিয়ে রণবীর ও বাণীর প্রেমকাহিনি ছবির পরতে পরতে এগিয়েছে। এই ছবির মূল বিষয় হল এর অ্যাকশন এবং জমজমাট কাহিনি ও সংলাপ। ছবিটি দর্শকদের মনের মধ্যে জায়গায় করে নেবে বলেই আশা করছেন পরিচালক করণ মালহোত্রা। এই ছবির আরও একটি আকর্ষণীয় বিষয় হল এর ভিশুয়াল এফেক্টস। উন্নতমানের মোশন গ্রাফিক্সের কাজ ছবিটিকে চিত্রনাট্য অনুযায়ী আরও আকর্ষণীয় করে তুলেছে। আলোচনার হাত ধরেই এল রণবীরের বাবা হওয়ার বিষয়টি। সঞ্জয় দত্ত নিজে ৩ সন্তানের পিতা। এশিয়ানেট নিউজ বাংলার প্রতিনিধি রিচা বড়ুয়া অধিকারীর প্রশ্নে সঞ্জয় দত্ত জানান, রণবীর যথেষ্টই একজন সজ্জন ও বড় হৃদয়ের মানুষ। সাংসারিক দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তিনি যথেষ্টই পরিণত হয়ে উঠেছেন। সুতরাং, রণবীর তাঁর আগামী দিনগুলোকে সুন্দরভাবে সামলাতে সক্ষম বলেই মনে করেন তিনি। আর শামশেরার সাফল্যের জন্য সকলকে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার আবেদন রাখেন রণবীর কাপুর, বাণী কাপুর, সঞ্জয় দত্ত ও করণ মালহোত্রা।